Image Credit source: TV9 Bangla Graphics
নয়াদিল্লি : স্বপ্নের দৌড় চলছিল দিল্লি ক্যাপিটালসের। কিন্তু গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার তাদের সফরে বিরাট ধাক্কা দিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঘরের মাঠে আজ তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। দু-দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাবের কাছেও এটি মরণ বাঁচন ম্যাচ। তারা হারলেও অঙ্কে টিকে রয়েছে। দিল্লি ক্যাপিটালস বাকি তিন ম্যাচে বড় ব্যবধানে জিতলে খুবই ক্ষীণ আশা থাকবে। কিন্তু দিল্লির আর একটা হার মানে অঙ্কের বিচারেও বিদায় হয়ে যাবে। আইপিএলের ১৬তম সংস্করণে আজ ডাবল হেডার। দিনের দ্বিতীয় তথা এ বারের টুর্নামেন্টে ৫৯ তম ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস। গত ম্যাচের হার থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে দু-দলই। এ ছাড়া কোনও বিকল্প পথও নেই। আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
LIVE Cricket Score & Updates