আজ সিংহদের মুখে নাইটরা, পার্পল ক্যাপের তালিকায় উন্নতির সম্ভাবনা বরুণের


IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ৫৯টি ম্যাচ হয়েছে। জেনে নিন এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা।

Image Credit source: Twitter

কলকাতা: ২০২৩ আইপিএল (IPL 2023) এমন একটা জায়গায় পৌঁছেছে যেখান থেকে হার বা ভুলের কোনও জায়গা নেই। অর্থাৎ জয় ছাড়া উপায় নেই। লিগ পর্বের আর যে কটি ম্যাচ হাতে রয়েছে সেগুলি জিততেই হবে। তারপরও কিছু দলের হাতে থাকবে ক্যালকুলেটর। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ কার্যত প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। আজ পরীক্ষার মুখে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসকে তাদেরই ঘরের মাঠে হারানোর কাজ সোজা নয়। টুর্নামেন্টে টিকে থাকতে হলে নাইট বাহিনীকে জ্বলে উঠতেই হবে। চিপকের মাঠে আজ নজরে থাকবেন নাইটদের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। দলের পারফরম্যান্স যাই হোক, চলতি আইপিএলে বরুণের ব্যক্তিগত পারফরম্যান্স তারিফযোগ্য। চিপকের মাঠে বরুণ ম্যাজিক চললে কেকেআরের যেমন লাভ তেমনই পার্পল ক্যাপের তালিকায় উন্নতি হবে বরুণের। আজ রবিবার রয়েছে আইপিএলের ডাবল হেডার। তার আগে TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে জেনে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে…

১) বেগুনি টুপির লড়াইয়ে শীর্ষে রয়েছেন গত আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ১২টি ম্যাচে খেলে মোট ৪৮ ওভার বল করে ৩৮৬ রান দিয়ে ২৩টি উইকেট নিয়েছেন।

২) দ্বিতীয় স্থানে নেমে গেলেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। এখনও অবধি ১২টি ম্যাচে ৪৪.৫ ওভার বল করে ৩৫৫ রান খরচ করে তিনি নিয়েছেন ২১টি উইকেট।

৩) পার্পল ক্যাপের লড়াইয়ে পাঁচ থেকে তিন নম্বরে উঠে এলেন মুম্বই ইন্ডিয়ান্সের পীযুষ চাওলা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২টি উইকেট নিয়েছিলেন। এখনও অবধি তিনি ১২টি ম্যাচে ৪৭ ওভার বল করে ৩৫৭ রান দিয়ে নিয়েছেন ১৯টি উইকেট।

৪) পার্পল ক্যাপের দৌড়ে চার নম্বরে নেমে গিয়েছেন গুজরাট টাইটান্সের মহম্মদ সামি। চলতি আইপিএলে তিনি ১২টি ম্যাচে খেলে ৪৭ ওভার বল করে ৩৬৪ রান দিয়ে ১৯টি উইকেট নিয়েছেন।

৫) এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সিএসকের তুষার দেশপান্ডে। এখনও অবধি তিনি এ বারের আইপিএলে ১২টি ম্যাচে খেলে ১৯টি উইকেট নিয়েছেন। ৪১.২ ওভার বল করে ৪১৪ রান খরচ করেছেন তিনি।

৬) ছয় নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী এখনও অবধি তিনি ১২টি ম্যাচে খেলে তিনি ৪৪.৪ ওভার বল করে ৩৫৫ রান দিয়ে ১৭টি উইকেট নিয়েছেন।

৭) সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও এই তালিকায় রয়েছেন। ৭ নম্বরে থাকা জাড্ডু এখনও অবধি ১২ ম্যাচে খেলে ৪৩ ওভার বল করে ৩০৭ রান দিয়ে ১৬টি উইকেট নিয়েছেন।

৮) পঞ্জাব কিংসের অর্শদীপ সিংয়ের উইকেট সংখ্যাও ১৬টি। ১২ ম্যাচে ৪৪.৫ ওভারে ৪৩২ রান দিয়ে ১৬টি উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার।

৯) আরসিবির মহম্মদ সিরাজ এই তালিকার ৯ নম্বরে রয়েছেন। এখনও অবধি ১৬তম আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৪০ ওভারে ৩১৭ রান খরচ করে ১৫টি উইকেট নিয়েছেন সিরাজ।

১০) এই তালিকায় ১০ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন। এখনও অবধি তিনি ১২টি ম্যাচে খেলে ৪৫ ওভার বল করে ৩৩৫ রান দিয়ে ১৪টি উইকেট নিয়েছেন।

Leave a Reply