Virat Kohli with Yashasvi Jaiswal : দিন কয়েক আগে আইপিএলের (IPL) ম্যাচে কেকেআরের বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল যখন ৯৮ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন, সেই সময় বিরাট কোহলি তাঁর প্রশংসা করে ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন।
Image Credit source: IPL Website
জয়পুর : একটা ম্যাচ কত কিছুই না বদলে দেয়। এই যেমন জয়পুরে রবিবারের রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটাই যদি ধরা হয়। এই ম্যাচটা দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ ছিল। আরসিবির বোলারদের দাপটে শেষ অবধি সোয়াই মানসিং স্টেডিয়াম থেকে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন বিরাট কোহলিরা। ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে পিঙ্ক আর্মি। চলতি আইপিএলে (IPL 2023) দুরন্ত ছন্দে রয়েছেন রাজস্থানের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ইডেনে যশস্বীর ৯৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে জিতেছিল পিঙ্ক আর্মি। সেই যশস্বীর ব্যাট আজ কোনও কথাই বলল না। নামের পাশে শূন্য নিয়ে মাঠ ছাড়লেন যশস্বী। রাজস্থানের ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই মহম্মদ সিরাজ তুলে নেন যশস্বীর উইকেট। মিড অফে ক্যাচ লুফে নেন বিরাট কোহলি (Virat Kohli)। গত ম্যাচের হিরো এই ম্যাচে শূন্যে ফেরার পর ছুটলেন কোহলির কাছে। এই কোহলিই তাঁর ক্যাচ নিয়েছেন আজকের ম্যাচে। কিন্তু তাতে কী! ম্যাচ শেষে বিরাটের কাছ থেকে যতটা সম্ভব হল শিখে নেওয়ার চেষ্টা করলেন যশস্বী। আইপিএলের টুইটারে সেই ভিডিয়ো তুলে ধরা হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…