হারের হ্যাটট্রিক আটকানোর লক্ষ্যে রাজস্থানের মুখে নামছে বিরাটের আরসিবি


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: May 14, 2023 | 2:34 PM

Rajasthan Royals vs Royal Challengers Bangalore, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RR vs RCB Live Score, IPL 2023: হারের হ্যাটট্রিক আটকানোর লক্ষ্যে রাজস্থানের মুখে নামছে বিরাটের আরসিবি

জয়পুরে দুই রয়্যালের লড়াই, মুখোমুখি রাজস্থান-আরসিবি

Image Credit source: Graphics – TV9Bangla

Key Events

পয়েন্ট টেবলে রাজস্থান কোথায়

চলতি আইপিএের পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে রাজস্থান।

পয়েন্ট টেবলে আরসিবি কোথায়

চলতি আইপিএের পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে আরসিবি।

LIVE Cricket Score & Updates

  • 14 May 2023 02:35 PM (IST)

    রবি-বিকেলের ম্যাচে তৈরি হতে পারে যে রেকর্ডগুলি?

    রাজস্থান বনাম আরসিবি এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন – IPL 2023 : সঞ্জুর পিঙ্ক আর্মির ডেরায় কি বাজিমাত করতে পারবেন ডু’প্লেসিরা?

  • 14 May 2023 02:30 PM (IST)

    আজ দুই রয়্যালের লড়াই

    আর কিছুক্ষণ পর শুরু হবে রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচ। মুখোমুখি রাজস্থান ও ব্যাঙ্গালোর।

জয়পুর : এ বারের আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে জয়পুরে আজ মুখোমুখি দুই রয়্যাল। প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য ২টো দলেরই জয় চাই। এখনও অবধি ১ ডজন ম্যাচে খেলে ১২ পয়েন্ট ঝুলিতে ভরেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। পিঙ্ক আর্মির থেকে ১টি কম ম্যাচে খেলে ১০ পয়েন্ট পেয়েছে আরসিবি (Royal Challengers Bangalore)। রাজস্থান হারের হ্যাটট্রিকের পর শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৯ উইকেটে জিতেছিল। অন্যদিকে আরসিবি পরপর ২ ম্যাচে হেরে আজ জয়পুরে খেলতে নামবে। হারের হ্যাটট্রিক আটকে প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য বিরাট কোহলিদের কাছে জয় ছাড়া বিকল্প নেই। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন রাজস্থান-আরসিবি ম্যাচের খুঁটিনাটি তথ্য।

Published On – May 14,2023 2:30 PM

Leave a Reply