আইপিএল কেরিয়ারে প্রথম, অবশেষে তিন অঙ্কে শুভমন


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: May 15, 2023 | 9:14 PM

Shubman Gill Maiden IPL Century: আইপিএল কেরিয়ারে এই ম্যাচের আগে অবধি ১৯টি অর্ধশতরানের ইনিংস ছিল। এর মধ্যে দু-বার ৯০-এর ঘরে আউট হয়েছিলেন শুভমন গিল। এ মরসুমেও এক ম্যাচে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেছেন।

Shubman Gill: আইপিএল কেরিয়ারে প্রথম, অবশেষে তিন অঙ্কে শুভমন

আমেদাবাদ : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় থেকে স্বপ্নের সফর শুরু হয়েছিল। এখন জাতীয় দলে তিন ফরম্যাটেই গুরুত্বপূর্ণ সদস্য শুভমন গিল। ২০১৮ সাল থেকেই আইপিএল খেলছেন শুভমন গিল। আইপিএল কেরিয়ারে এই ম্যাচের আগে অবধি ১৯টি অর্ধশতরানের ইনিংস ছিল। এর মধ্যে দু-বার ৯০-এর ঘরে আউট হয়েছিলেন শুভমন গিল। এ মরসুমেও এক ম্যাচে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেছেন। কেরিয়ারের ৮৮তম আইপিএল ম্যাচে অবশেষে তিন অঙ্কের স্কোরে পৌঁছলেন শুভমন গিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৬ বলে সেঞ্চুরিতে পৌঁছন শুভমন। শেষ ওভারে গিয়ার শিফ্ট করতে গিয়ে ৫৮ বলে ১০১ রানে ফেরেন শুভমন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply