চিপকের গ্যালারিতে তুমুল গর্জন, কানেই গেল না ধারাভাষ্যকারের কথা; কী করলেন ধোনি?


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: May 15, 2023 | 3:06 PM

Crowd roar in Chepauk : চলতি আইপিএলে (IPL 2023) ঘরের মাঠে শেষ ম্যাচে খেলল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। কেকেআর এই ম্যাচে সিএসকেকে হারিয়েছে। ওই ম্যাচের শেষে ধোনির এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে মাহি স্পিকারের আওয়াজ বাড়াচ্ছেন।

MS Dhoni : চিপকের গ্যালারিতে তুমুল গর্জন, কানেই গেল না ধারাভাষ্যকারের কথা; কী করলেন ধোনি?

MS Dhoni : চিপকের গ্যালারিতে তুমুল গর্জন, কানেই গেল না ধারাভাষ্যকারের কথা; কী করলেন ধোনি?

Image Credit source: BCCI

চেন্নাই : মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে ভক্তদের বিন্দুমাত্রা উত্তেজনার অন্ত নেই। একচল্লিশের মাহি ২২ গজে নামা মানেই তিনি বরাবরই ফ্যানেদের ফোকাসে থাকেন। চিপকের গ্যালারি তাঁর এক ঝলকের অপেক্ষায় থাকে। শুধু চিপকই নয়, ধোনি যেখানেই খেলতে যান সেখানকার ভক্তরা তাঁর জন্য গ্যালারিতে ভিড় জমান। তাঁর সমর্থনে গলা ফাটান। মাহি ম্যানিয়া ছড়িয়ে রয়েছে দেশ-বিদেশে। তাই তো তিনি মাঠে নামলেই গ্য়ালারি ‘ধোনি-ধোনি’ ও ‘মাহি-মাহি’ রবে উত্তাল হয়ে ওঠে। রবিবারের আইপিএল (IPL 2023) ম্যাচেও তেমন দৃশ্য দেখা গিয়েছে। কেকেআরের বিরুদ্ধে ধোনি যখন ব্যাট করতে নেমেছিলেন, সেই সময় পুরো চিপক মাহি নাম জপ করছিল। ম্যাচ শেষেও ছবিটা বদলায়নি। যার ফলে পোস্ট ম্যাচ সাক্ষাৎকার দিতে গিয়ে বিপাকে পড়েন ধোনি। সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR) ম্যাচের শেষে ধোনির এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে মাহি স্পিকারের আওয়াজ বাড়াচ্ছেন। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports  এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply