WTC FINAL 2023 : মাঠের আম্পায়ারের এই সফ্ট সিগন্যালের নিরিখেই সিদ্ধান্ত নিয়ে থাকেন তৃতীয় আম্পায়ার। পোক্ত কোনও প্রমাণ না থাকলে মাঠের আম্পায়ারের সফ্ট সিগন্যালকেই চূড়ান্ত হিসেবে ধরা হয়, সেটিই সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার। এ বার এই নিয়ম তুলে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
কলকাতা : ‘সফ্ট সিগন্যাল’। ক্রিকেট মাঠে এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয় প্রতি ম্যাচেই। বিশেষ করে ক্যাচের ক্ষেত্রে। মাঠের আম্পায়ারের এই সফ্ট সিগন্যালের নিরিখেই সিদ্ধান্ত নিয়ে থাকেন তৃতীয় আম্পায়ার। পোক্ত কোনও প্রমাণ না থাকলে মাঠের আম্পায়ারের সফ্ট সিগন্যালকেই চূড়ান্ত হিসেবে ধরা হয়, সেটিই সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার। এ বার এই নিয়ম তুলে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। আগামী ১ জুন থেকেই নিয়ম কার্যকর হবে। এরপরই থাকছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি দীর্ঘদিন ধরেই এমন নানা পরিবর্তন নিয়ে আলোচনা করছিল। এ বার তাতে স্বীকৃতি দিল আইসিসি। সফ্ট সিগন্যালের পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ই রয়েছে। আইসিসির তরফে একটি ই-মেলে এই বিষয়গুলি নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…