Stephen Fleming on Varun Chakravarthy : বরুণ চক্রবর্তী বেশ কয়েক বছর চেন্নাইয়ের নেট বোলার ছিলেন। নেটে বোলিংয়ের সময়ে তিনি মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে CSK-র বাকি ব্যাটারদের রীতিমতো সমস্যায় ফেলতেন। পরবর্তীকালে চেন্নাই তাঁকে ধরে রাখতে পারেনি। সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিংকে ‘বরুণ অস্ত্র’ ধরে না রাখতে পারার জন্য আপসোস করতে শোনা গিয়েছে।
‘বরুণ অস্ত্র’ না রাখতে পারার আক্ষেপ সিএসকে কোচের
চেন্নাই : একেই হয়তো বলে ‘হাতের লক্ষী পায়ে ঠেলা’… একসময় সিএসকের নেটে ব্যাটারদের ঘুম উড়িয়ে দিতেন তিনি। এখন সেই তিনিই ২২ গজে সিএসকের ক্রিকেটারদের দাঁড়াতে দিচ্ছেন না। দ্রুত প্যাভিলিয়নের রাস্তা দেখাচ্ছেন। এমন অস্ত্রকে ধরে রাখতে না পারার আক্ষেপ তো হবেই! কথা হচ্ছে নাইট তারকা বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) নিয়ে। গত কয়েক বছর ধরে বরুণ কেকেআরের (KKR) অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছেন। এই মিস্ট্রি স্পিনার ধারাবাহিকভাবে নাইটদের একাদশে সুযোগও পাচ্ছেন। অতীতে বরুণ চক্রবর্তী বেশ কয়েক বছর চেন্নাইয়ের নেট বোলার ছিলেন। নেটে বোলিংয়ের সময়ে তিনি সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বাকি ব্যাটারদের রীতিমতো সমস্যায় ফেলতেন। পরবর্তীকালে সিএসকে তাঁকে ধরে রাখতে পারেনি। কেকেআরের কাছে ৬ উইকেটে রবিবারের আইপিএলের (IPL 2023) ম্যাচে হারার পর সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিংকে নাইট তারকা বরুণকে না রাখতে পারার জন্য আপসোস করতে শোনা গিয়েছে। ঠিক কী বলেছেন সিএসকে কোচ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কলকাতার কাছে হারার পর বরুণকে না ধরে রাখার জন্য সাংবাদিক বৈঠকে আক্ষেপ করেন ফ্লেমিং। ধোনিদের হেডস্যার বলেন, ‘বরুণকে না পাওয়াটা আজও আমাদের আঘাত দেয়। ও আমাদের নেটে ভীষণ অত্যাচার করত। বহু বছর ধরে এমনটা চলেছে। নিলামের প্রক্রিয়াটাই এমন ছিল যে, ওকে আমরা ধরে রাখতে পারিনি। তামিলনাড়ুর একাধিক প্লেয়াররা বিভিন্ন দলে খেলে। ওরা সকলেও বরুণের ব্যাপারে খুব ভালো করে জানে। আমরা ওকে কোনওভাবেই লুকিয়ে রাখতে পারিনি। নেটে ও যেভালে বোলিং করত, তা দেখে আমরা রোমাঞ্চিত হয়েছিলাম। অসাধারণ প্রতিভাবান ও। আমাদের বিরুদ্ধে দারুণ বল করেছে। ও নিজেই একটা অস্ত্র।’
প্রসঙ্গত, ২০১৯ সালে বরুণ চক্রবর্তীকে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছিল। এরপর ২০২০ সালে কেকেআর তাঁকে ৪ কোটি টাকায় কিনে নেয়। তখন থেকে কর্ণাটকের এই ক্রিকেটার নাইট শিবিরেই রয়েছেন। চলতি আইপিএলে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন বরুণ। পার্পল ক্যাপের দৌড়ে (আইপিএলে সবচেয়ে বেশি রান করা বোলার পান) পাঁচ নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। এখনও অবধি তিনি এ বারের আইপিএলের ১৩টি ম্যাচে খেলে ৪৮.৪ ওভার বল করে ৩৯১ রান দিয়ে ১৯টি উইকেট নিয়েছেন।