২০২৪ এর আইপিএলে কি খেলবেন ধোনি? বড়সড় আপডেট দিলেন সিএসকে সিইও


MS Dhoni in IPL : একচল্লিশেও স্বমহিমায় আইপিএলে খেলছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni )। ২২ গজ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি বলেই এই বয়সেও আইপিএলে (IPL) খেলছেন মাহি। কিন্তু আইপিএলের আগামী মরসুমে তিনি কি খেলবেন? এই প্রশ্ন দিন দিন জোরাল হচ্ছে। কিন্তু মাহি এ নিয়ে সরাসরি কিছু বলছেনই না। এই পরিস্থিতিতে ধোনির ভবিষ্যৎ নিয়ে বড়সড় আপডেট দিয়েছেন চেন্নই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।

MS Dhoni : ২০২৪ এর আইপিএলে কি খেলবেন ধোনি? বড়সড় আপডেট দিলেন সিএসকে সিইও

Image Credit source: Twitter

চেন্নাই : বয়স প্রায় ৪২ ছুঁই ছুঁই। একচল্লিশেও স্বমহিমায় আইপিএলে খেলছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni )। ২২ গজ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি বলেই এই বয়সেও আইপিএলে (IPL) খেলছেন মাহি। কিন্তু আইপিএলের আগামী মরসুমে তিনি কি খেলবেন? এই প্রশ্ন দিন দিন জোরাল হচ্ছে। কিন্তু মাহি এ নিয়ে সরাসরি কিছু বলছেনই না। ঘরের মাঠে রবিবার চলতি আইপিএলের শেষ ম্যাচে খেলেছে চেন্নাই। যদিও এই মরসুমের শেষ হোম ম্যাচটা ভালো হয়নি সিএসকের। কেকেআরের কাছে ৬ উইকেটে হেরেছে ধোনির দল। কোনও ম্যাচে হারার পর ক্রিকেটারদের সেলিব্রেট করতে দেখা যায় না। চিপকে রবিবার সেই দৃশ্যই দেখা গেল। আসলে ইয়েলোব্রিগেড তাঁদের ফ্যানেদের উদ্দেশে ভালোবাসা প্রকাশ করেছে। ম্যাচের শেষে ধোনি পুরো সিএসকে শিবিরকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। যা দেখে মাহিভক্তদের মনে তাঁর অবসরের আশঙ্কা আরও জোরাল হয়েছে। এই পরিস্থিতিতে ধোনির ভবিষ্যৎ নিয়ে বড়সড় আপডেট দিয়েছেন চেন্নই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। ২০২৪ এর আইপিএলে কি খেলবেন ধোনি? কী বললেন সিএসকে (CSK) সিইও? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

এই খবরটিও পড়ুন

Leave a Reply