আইপিএলের মাঝে বাগদান সেরে নিলেন ভারতীয় দলের অলরাউন্ডার


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: May 16, 2023 | 5:00 PM

জোর কদমে চলছে আইপিএল। কোটিপতি লিগে ক্রিকেটের উৎসবের মাঝেই জীবনের অন্য ইনিংস জাতীয় দলের তারকা অলরাউন্ডারের। বাগদান সেরে নিলেন তিনি।

May 16, 2023 | 5:00 PM

বাগদান সেরে নিলেন ভারতীয় দলের অলরাউন্ডার দেবিকা বৈদ্য। ২৫ বছরের দেবিকা ধুমধাম করে সারলেন এনগেজমেন্ট। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে এনগেজমেন্টের একঝাঁক ছবি শেয়ার করেছেন দেবিকা। (ছবি: ইনস্টাগ্রাম)

বাগদান সেরে নিলেন ভারতীয় দলের অলরাউন্ডার দেবিকা বৈদ্য। ২৫ বছরের দেবিকা ধুমধাম করে সারলেন এনগেজমেন্ট। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে এনগেজমেন্টের একঝাঁক ছবি শেয়ার করেছেন দেবিকা। (ছবি: ইনস্টাগ্রাম)

হরমনপ্রীত কৌরের দলের অলরাউন্ডার বাগদান সারলেন মেঘান বেলসারের সঙ্গে। এনগেজমেন্টে দেবিকার পরণে ছিল ল্যাভেন্ডার রঙের গর্জাস শাড়ি। আধ খোলা চুলে সাদা ফুল এবং গালভরা হাসি। (ছবি: ইনস্টাগ্রাম)

হরমনপ্রীত কৌরের দলের অলরাউন্ডার বাগদান সারলেন মেঘান বেলসারের সঙ্গে। এনগেজমেন্টে দেবিকার পরণে ছিল ল্যাভেন্ডার রঙের গর্জাস শাড়ি। আধ খোলা চুলে সাদা ফুল এবং গালভরা হাসি। (ছবি: ইনস্টাগ্রাম)

লেডি লাভের সামনে হাঁটুমুড়ে বসে দেবিকার অনামিকায় আংটি পরিয়ে দেন মেঘান। (ছবি: ইনস্টাগ্রাম)

লেডি লাভের সামনে হাঁটুমুড়ে বসে দেবিকার অনামিকায় আংটি পরিয়ে দেন মেঘান। (ছবি: ইনস্টাগ্রাম)

বাগদানের মুহূর্তে বেশ কয়েকটি রোম্যান্টিক ছবিও শেয়ার করেন দেবিকা বৈদ্য। (ছবি: ইনস্টাগ্রাম)

বাগদানের মুহূর্তে বেশ কয়েকটি রোম্যান্টিক ছবিও শেয়ার করেন দেবিকা বৈদ্য। (ছবি: ইনস্টাগ্রাম)

এই বিশেষ দিনে দেবিকা ও মেঘানকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগজ-সহ জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার।(ছবি: ইনস্টাগ্রাম)

এই বিশেষ দিনে দেবিকা ও মেঘানকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগজ-সহ জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার।(ছবি: ইনস্টাগ্রাম)

১৯৯৭ সালের ১৩ অগস্ট মহারাষ্ট্রের পুনেতে জন্ম দেবিকা বৈদ্যের। ২০১৪ সালে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয় দেবিকার। ২০১৬ সালে ওডিআই ফরম্যাটে ডেবিউ হয় তাঁর। (ছবি: ইনস্টাগ্রাম)

১৯৯৭ সালের ১৩ অগস্ট মহারাষ্ট্রের পুনেতে জন্ম দেবিকা বৈদ্যের। ২০১৪ সালে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয় দেবিকার। ২০১৬ সালে ওডিআই ফরম্যাটে ডেবিউ হয় তাঁর। (ছবি: ইনস্টাগ্রাম)

দেশের হয়ে এখনও পর্যন্ত ৯টি ওডিআই ও ১৩টি টি-২০ ম্যাচ খেলেছেন দেবিকা। (ছবি: ইনস্টাগ্রাম)

দেশের হয়ে এখনও পর্যন্ত ৯টি ওডিআই ও ১৩টি টি-২০ ম্যাচ খেলেছেন দেবিকা। (ছবি: ইনস্টাগ্রাম)

উইমেন্স প্রিমিয়র লিগে দেবিকা খেলেছেন ইউপি ওয়ারিয়র্সের হয়ে। ১.৪ কোটি টাকার বিনিময়ে ইউপির হয়ে খেলেছেন।(ছবি: ইনস্টাগ্রাম)

উইমেন্স প্রিমিয়র লিগে দেবিকা খেলেছেন ইউপি ওয়ারিয়র্সের হয়ে। ১.৪ কোটি টাকার বিনিময়ে ইউপির হয়ে খেলেছেন।(ছবি: ইনস্টাগ্রাম)


Most Read Stories

Leave a Reply