LSG vs MI, IPL 2023 : একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI) ম্যাচের শেষ ওভারে মহসিন খানের হাতেই বল তুলে দেন অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া।
লখনউ: ‘বাবা প্লিজ ভালো হয়ে যাও।’ আইসিইউতে থাকা বৃদ্ধ বাবার উদ্দেশে কাতর প্রার্থনা ছিল ছেলের। কেরিয়ারের স্বার্থে আইপিএল দলে যোগ দিলেও মন পড়ে ছিল বাড়িতে। এদিকে অসুস্থতা সত্ত্বেও দীর্ঘ একবছর পর আইপিএলের (IPL 2023) মঞ্চে ছেলেকে দেখতে মুখিয়ে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার মহসিন খানের (Mahsin Khan) বাবা। টিভিতে বাবার চোখ থাকবে তা জানতেন মহসিন। সেটাই যেন বাড়তি আত্মবিশ্বাস দিল তাঁকে। চোটের কারণে বছরখানেক বাদে বাইশ গজে ফিরলেও সেই পুরনো ম্যাজিক। একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI) ম্যাচের শেষ ওভারে মহসিন খানের হাতেই বল তুলে দেন অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া। তার আগে দু ওভার বল করে ২১ রান দিয়েছেন। তা সত্ত্বেও ভরসার হাত বাড়িয়ে দেন ক্যাপ্টেন। ভরসা জলে যেতে দিলেন না ২৮ বছরের বাঁ হাতি পেসার। শেষ ওভারে ৫ রানে দলকে জিতিয়ে প্লে অফের লড়াইয়ে সুপার জায়ান্টসকে এগিয়ে দিলেন উত্তরপ্রদেশের ভূমিপুত্র। ম্যাচের পর বাবাকে নিয়ে আবেগপ্রবণ মহসিন। বিস্তারিত TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…