১ রানের দাম এক কোটিরও বেশি! চেন্নাইকে জলাঞ্জলি দিয়ে দেশে ফিরছেন অলরাউন্ডার!


Ben Stokes : ৩১ বছরের অলরাউন্ডারকে ১৬.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু সব টাকা জলে গেল।

Image Credit source: Twitter

কলকাতা: নামী ক্রিকেটার বলে কথা। নিলামে তাঁকে পেতে কোটি কোটি টাকা খরচ করবে আইপিএল (IPL 2023) ফ্র্যাঞ্চাইজিগুলি, এতে আর আশ্চর্যের কী? কোটি টাকা খরচ করে বিদেশি ক্রিকেটারদের দলে নেওয়ার হিড়িক। অথচ কাজের বেলায় লবডঙ্কা। কোটি কোটি টাকা বিদেশি ক্রিকেটারের পিছনে ব্যয় করে অনেক সময়ই বিপাকে পড়তে হয় ফ্র্যাঞ্চাইজিগুলিকে। ম্যাচ জয়ের জন্য বেস প্রাইসে কেনা অনামী ক্রিকেটারদের ভরসা করতে হয়। চেন্নাই সুপার কিংসও (CSK) সেভাবেই বিপাকে পড়েছে। দলে ১৬.২৫ কোটি টাকায় কেনা বিদেশি অলরাউন্ডার। অথচ সারা মরসুম জুড়ে খেলতেই পারলেন না। যে গুটিকয়েক ম্যাচ খেললেন তাতেও পারফরম্যান্স আহামরি নয়। ২০২৩ আইপিএল এখন প্রায় শেষের দিকে। কয়েকদিনের মধ্যে প্লে অফে কোন চারটে দল খেলবে তা স্পষ্ট হয়ে যাবে। তারই মাঝে শোনা গেল, দেশে ফিরে যাচ্ছেন ১৬.২৫ কোটি টাকায় কেনা সিএসকের অলরাউন্ডার। সিএসকে প্লে অফে উঠলে, এমনকী আইপিএল ফাইনাল খেললেও তিনি আর ফিরবেন না। বিস্তারিত রইল TV9 Bangla Sports– এই প্রতিবেদনে।

তিনি হলেন ইংল্যান্ডের জাতীয় টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। আইপিএলের ১৬তম মরসুমের জন্য ১৬ কোটি টাকারও বেশি খরচ করে মিনি নিলামে স্টোকসকে দলে নিয়েছিল সিএসকে। তাঁকে দলে নিতে লখনউ সুপার জায়ান্টস ও সিএসকের মধ্যে জোর টক্কর দেখা যায়। স্টোকসের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। নিলামে দর বাড়তে বাড়তে প্রায় সাড়ে ১৬ কোটি টাকায় স্টোকসে দলে নিয়ে সিএসকে ভেবেছিল বাজিমাত করে ফেলেছে। চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরী ভাবা হচ্ছিল তাঁকে। সিএসকে কর্তৃপক্ষ তেমনই ভাবনাচিন্তা নিয়ে এগোচ্ছিলেন। কিন্তু ধোনির উত্তরসূরী চলতি মরসুমের শুরু থেকেই ফিটনেস সমস্যায় ভুগেছেন। চোট, আঘাতে জর্জরিত স্টোকস মাঠের বাইরে রইলেন। জানা গিয়েছে, আর ভারতে থাকতে চান না তিনি। সিএসকে প্লে অফে খেলুক বা নাই খেলুক, শীঘ্রই চেন্নাই শিবির ছাড়বেন স্টোকস। আগামী শনিবার লিগ পর্বের শেষ ম্যাচ খেলবেন মহেন্দ্র সিং ধোনিরা। তারপরই ইংল্যান্ডের বিমান ধরবেন স্টোকস।

অ্যাসেজ সিরিজের প্রস্তুতির জন্যই তড়িঘড়ি দেশে ফিরতে চাইছেন তিনি। চলতি মরসুমে সিএসকের হয়ে স্টোকস খেলেছেন মাত্র ২টি ম্যাচ। একটি ম্যাচে ৭ ও একটিতে ৮ রান। বল করেছেন মাত্র ১ ওভার। যেখানে ১৮ রান খরচ করেছেন। এই হিসেবে দেখতে গেলে ১ রানের জন্য এক কোটি টাকারও বেশি জলে গিয়েছে চেন্নাইয়ের!

Leave a Reply