GT vs SRH, IPL 2023 : গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে অন্যরকম দৃশ্য দেখা গেল। যা দেখে প্রশংসার বন্য যেমন বইল, তেমনই সমালোচনার মুখে পড়ল সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। এসবের মাঝে জসপ্রীত বুমরাকেও টেনে আনলেন নেটিজেনরা। কী সেই ঘটনা?
Image Credit source: Twitter
আমেদাবাদ: গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (GT vs SRH) ম্যাচে নজর কেড়ে নেওয়ার মতো অনেক উপাদানই মজুত ছিল। সোমবার আমেদাবাদের ম্যাচে শুভমন গিলের সেঞ্চুরি, হেনরিক ক্লাসেনের ক্লাস ইনিংস, গুজরাটের পেস দ্বয়ী মহম্মদ সামি ও মোহিত শর্মা জুটির দাপট দেখেছেন। কোচ আশিস নেহরাকে রাগতেও দেখেছেন অনেকে (IPL 2023)। হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে গুজরাটের প্লে অফে ওঠার দিনে আরও একজন নজর কেড়ে নিয়েছে নেটিজেনদের। তিনি কোনও ক্রিকেটার নন, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পারফর্ম করা এক স্বল্পবসনা চিয়ারলিডার (IPL Cheerleader)। কাজের প্রতি নিষ্ঠার জন্য যেমন প্রশংসা পেলেন তিনি, ঠিক ততটাই সমালোচিত হতে হল সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষকে। এমন কী করলেন ওই সুন্দরী চিয়ারলিডার, যা শুভমন, সামিদের থেকে নজর ঘুরে গেল তাঁর দিকে? বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
সোমবারের ম্যাচ চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদের এক চিয়ারলিডারের ছবি ব্যপক ভাইরাল হয়েছে। তিনজন চিয়ারলিডারের সেন্টারে থাকা মহিলাকে দেখেই বোঝা যাচ্ছে তাঁর হাতে চোট রয়েছে। হ্যান্ড ফ্র্যাকচার বেল্ট দিয়ে তাঁর হাত বাঁধা। ওই অবস্থাতেই এক হাতে পমপম নিয়ে পারফর্ম করছেন তিনি। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। ওই চিয়ারলিডারের কাজের প্রতি নিষ্ঠা নেটিজেনদের প্রশংসা আদায় করে নিয়েছে। আবার চোট সত্ত্বেও ওই মহিলাকে পারফর্ম করতে বাধ্য করায় অনেকেই কর্তৃপক্ষকে তুলোধনা করেছেন। আবার অনেকেই হালকা মজা করে লিখেছেন, “সানরাইজার্স হায়দরাবাদের চিয়ারলিডাররা তাদের দলের ক্রিকেটারদের থেকেও বেশি নিষ্ঠাবান।” অন্য একজন লিখেছেন, “সানরাইজার্সের ব্যাটারদের বেশিরভাগ ব্যাটারদের থেকে বেশি কমিটেড ওই চিয়ারলিডার।”
Man!! Even SRH cheerleaders show more dedication than their team and management except some players
Really disappointed to see them like this they used to be one of the most consistent teams in #ipl #GTvSRH #Srh #bhuvi #bcci #tataipl pic.twitter.com/dgaIu2ywRL— Krishna Singh (@Krishna70329359) May 15, 2023
I don’t know what to say if money is the problem or shortage of cheer leaders. This is not good or even should be supported by the team. SRH has already fallen in performance but also fallen in Humanity.If cheerleaders are injured they shouldn’t be forced to perform. 1 of 2 #IPL https://t.co/gyRVuACYq1
— Vijendra Shanbhag (@_vijendra16_) May 15, 2023
এসবের মাঝে আবার জসপ্রীত বুমরাকেও টেনে এনেছেন নেটিজেনরা। চোট, আঘাতের জন্য দীর্ঘদিন ধরে বাইশ গজের বাইরে বুমরা। বারবার চোটের কবলে পড়েছেন। টি-২০ বিশ্বকাপ-সহ একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে পারেননি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও নেই তিনি। পিঠের চোটের অস্ত্রোপচারের পর বর্তমানে রিহ্যাব চলছে বুমরার। বছর শেষে ওডিআই বিশ্বকাপের আগে তাঁকে বাইশ গজে দেখা যাবে না। চোটপ্রবণ বুমরাকে নিয়ে সমালোচনার শেষ নেই। নেটিজেনরা বলছেন, ওই চিয়ারলিডারকে দেখে বুমরার শিক্ষা নেওয়া উচিত।
Sharm Karle bhai Bumrah 😑 pic.twitter.com/VLtNBgDu0m
— Wellu (@Wellutwt) May 15, 2023