Odisha FC : সের্গিও লোবেরাকে নেওয়ার দৌড়ে প্রথম থেকেই ইস্টবেঙ্গলের সঙ্গে ছিল ওড়িশা এফসিও। যদিও একটা সময় ইস্টবেঙ্গলকে মৌখিক প্রতিশ্রুতিও দিয়েছিলেন আইএসএলের অন্যতম সফল কোচ। তবে শেষ পর্যন্ত লোবেরাকে হাতছাড়া করল লাল-হলুদ।
Image Credit source: Twitter
কলকাতা : জল্পনার অবসান। অবশেষে আইএসএলে (ISL) ফিরছেন সের্গিও লোবেরা (Sergio Lobera)। তবে ইস্টবেঙ্গলে (East Bengal) নয়, হাইপ্রোফাইল কোচ আসছেন ওড়িশা এফসিতে (Odisha FC)। লোবেরাকে নেওয়ার দৌড়ে প্রথম থেকেই ইস্টবেঙ্গলের সঙ্গে ছিল ওড়িশা এফসিও। যদিও একটা সময় ইস্টবেঙ্গলকে মৌখিক প্রতিশ্রুতিও দিয়েছিলেন আইএসএলের অন্যতম সফল কোচ। তবে শেষ পর্যন্ত লোবেরাকে হাতছাড়া করল লাল-হলুদ। স্প্যানিশ কোচকে ছিনিয়ে নিল ওড়িশা। আজ, বুধবার ওড়িশার পক্ষ থেকে সরকারিভাবে লোবেরার কোচ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আইএসএলের অন্যতম সফল কোচ লোবেরাকে পাওয়ার পরে ওড়িশা এফসি টুইটারে জানিয়েছে, “সরকারিভাবে জানানো হচ্ছে ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় ‘ওপেন সিক্রেট’। আমাদের নতুন কোচ হলেন সের্গিও লোবেরা।”
Officially confirming the biggest open ‘secret’ of this transfer window ✅@SergioLobera1 ➡️ @OdishaFC 🟣⚫️
Our new head coach is here and ready to go! 👊🏻😤#OdishaFC #AmaTeamAmaGame #TheEasternDragons #WelcomeSergio pic.twitter.com/88WstufbLv
— Odisha FC (@OdishaFC) May 17, 2023
আইএসএলের মঞ্চে সের্গিও লোবেরার এই প্রথম পা রাখা নয়। আইএসএলে অতীতে সের্গিও লোবেরা এফসি গোয়া ও মুম্বই সিটি এফসির হয়ে কোচিং করিয়েছেন। ২০১৭ থেকে ২০২০ সাল অবধি লোবেরা কাটিয়েছেন গোয়াতে। এই ৩ বছর লোবেরার কোচিংয়ে ৬০টি ম্যাচে খেলে ৩৩টিতে জিতেছিল গোয়া। জয়ের শতকরা হার ৫৫ %। এরপর ২০২০-২০২১ অবধি মুম্বইকে কোচিং করিয়েছেন তিনি। মুম্বই লোবেরার কোচিংয়ে ২৩ ম্যাচে খেলে ১৩টিতে জিতেছিল। লোবেরার কোচিংয়ে মুম্বইয়ের জয়ের শতকরা হার ৫৬.৫২ %। এরপর সিটি গ্রুপের সঙ্গে যুক্ত থাকায় চিনের ক্লাব সিচুয়ান জিউনিউয়ের কোচিংয়ের দায়িত্ব নেন গত মরসুমে। সিটি গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় লোবেরা এনওসি পাননি বলে কোনও ক্লাবে সই করতে পারছিলেন না। এ বার সেই সমস্যা মিটে গিয়েছে। তাই ওড়িশার দায়িত্ব নিলেন তিনি।