নবীনকে দেখে গ্যালারিতে ‘কোহলি-কোহলি’ গর্জন, কী জবাব দিলেন আফগান তারকা?


Virat Kohli vs Naveen ul Haq, Watch Video : এ বারের আইপিএলে মঙ্গলবার শেষ হোম ম্যাচ খেলল লখনউ। ওই ম্যাচে একানা স্টেডিয়ামে দর্শকদের ভিড় উপচে পড়েছিল। সেই ম্যাচে মোট ৩৭ রান দিয়েছেন নবীন। কোনও উইকেট পাননি। তাঁকে দেখে একানার গ্যালারি ‘কোহলি-কোহলি’ ধ্বনি দিয়ে গর্জেও ওঠে। যা দেখে চুপ থাকতে পারেননি নবীনও।

নবীনকে দেখে গ্যালারিতে ‘কোহলি-কোহলি’ গর্জন, কী জবাব দিলেন আফগান তারকা?

লখনউ : চলতি আইপিএলের (IPL 2023) অন্যতম চর্চিত নাম নবীন উল হক (Naveen ul Haq)। লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ থাকুক, বা না থাকুক তিনি সবসময় থাকছেন লাইমলাইটে। আর থাকবেন না-ই বা কেন। চলতি আইপিএলেই বিরাট কোহলির (Virat Kohli) মতো বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন নবীন। তাঁদের এই মাঠের লড়াই বাইরেও বেরিয়ে পড়েছে। সুযোগ পেলেই বিরাটকে খোঁচা দিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করতেও ছাড়েননি নবীন। চুপ থাকেননি বিরাটও। পাল্টা জবাব ভালোই দিয়েছেন ভিকেও। এ বারের আইপিএলে মঙ্গলবার শেষ হোম ম্যাচ খেলল লখনউ। ওই ম্যাচে একানা স্টেডিয়ামে দর্শকদের ভিড় উপচে পড়েছিল। সেই ম্যাচে মোট ৩৭ রান দিয়েছেন নবীন। যার মধ্যে ১৯তম ওভারে তিনি খরচ করেছেন ১৯ রান। তারপর থেকে তিনি ট্রোলের মুখে। শুধু তাই নয়, তাঁকে দেখে একানার গ্যালারি ‘কোহলি-কোহলি’ ধ্বনি দিয়ে গর্জেও ওঠে। যা দেখে চুপ থাকতে পারেননি নবীনও। বিরাট নামের ধ্বনি শুনে কী করেছেন আফগান স্পিনার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

নবীন উল হককে দেখে একানার গ্যালারি থেকে যে ‘বিরাট-বিরাট, কোহলি-কোহলি’ চিৎকার শোনা গিয়েছিল সেই দৃশ্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুম্বইয়ের ইনিংস চলাকালীন বাউন্ডারি লাইনের সামনে যখন ফিল্ডিং করছিলেন নবীন, সেই সময় তাঁকে লক্ষ্য করে দর্শকরা ‘কোহলি কোহলি’ চিৎকার শুরু করেন। যা শুনে নবীন গ্যালারির দর্শকদের ওই আওয়াজ আরও বাড়ানোর ইশারা করেন।

প্রসঙ্গত, রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নবীন উক হক ৪ ওভার বল করে ৩৭ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি। শুধু ফিল্ডিং করার সময়ই নয়, মুম্বইয়ের বিরুদ্ধে নবীন যখনই বল করতে যাচ্ছিলেন, সেইসময় একানা স্টেডিয়াম থেকে ‘বিরাট-বিরাট’ গর্জন শুনতে পাওয়া যাচ্ছিল। নেটদুনিয়ায় কোহলির সমর্থকেরা বলা শুরু করেছেন যে কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানোর ফল হাতে নাতে পেলেন আফগান পেসার।



Leave a Reply