পঞ্জাবের ‘স্পোর্টিং ফ্যামিলি’, আইপিএল মাতাচ্ছেন পঞ্জাব দ্য পুত্তর


Punjab Sporting Family: অনমোলপ্রীতের ভাই তেজপ্রীত সিং পঞ্জাব অনূর্ধ্ব ২৩ দলে খেলেন। প্রভসিমরনের দুই বোন জাতীয় স্তরের হ্যান্ডবল প্লেয়ার। অনমোলপ্রীতের বাবা সতবিন্দর সিংও জাতীয় স্তরের হ্যান্ডবল প্লেয়ার ছিলেন।

Image Credit source: twitter

কলকাতা : দীর্ঘ পরিশ্রমের ফল। প্রভসিমরন সিং প্রসঙ্গে এমনটাই বলা যায়। আজ আবারও মুখোমুখি হতে চলেছে পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। কয়েক দিন আগেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। এর অন্যতম কারণ প্রভসিমরন সিং। আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন গত ম্যাচেই। এরপর পঞ্জাব কিংস স্পিনারদের কামাল। প্রভসিমরন সিংকে চার বছর আগে সই করিয়েছিল পঞ্জাব কিংস। কিপার-ব্যাটার প্রভসিমরন সেই অর্থে সুযোগ পাচ্ছিলেন না। এ বার অবশ্য তাঁর কেরিয়ারে নতুন মোড় নিয়েছে। শুধুই কি প্রভসিমরন! তাঁর ফ্যামিলিই তো স্পোর্টিং! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পঞ্জাবের এই কিপার-ব্যাটার ২০২২ সালেই প্রথম শ্রেনির কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করেন। চার বছর আগে পঞ্জাব কিংস তাঁকে ৪.৮ কোটিতে নিলেও পরের মরসুমেই রিলিজ করে দেয়। ২০২০ সালে ফের তাঁকে নিলামে ৫৫ লক্ষ টাকায় নেয় পঞ্জাব। তারপর ফের একবার রিলিজ। ২০২২ আইপিএলের নিলামে তাঁকে ৬০ লক্ষ টাকায় নেয় পঞ্জাব কিংস। চার আইপিএল মরসুমে খেলোর সুযোগ পেয়েছিলেন মাত্র ৬টি ম্যাচ। এ বারের মরসুমে ১২টি ম্যাচে সুযোগ পেয়ছেন। একটি করে শতরান ও অর্ধশতরানের ইনিংস রয়েছে।

প্রভসিমরন সিং এবং অনমোলপ্রীত সিং তুতো ভাই। অনমোলপ্রীত এ মরসুমে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। যৌথ পরিবারে বেড়ে ওঠা তাদের। দাদা অনমোলপ্রীতের খেলা দেখেই ক্রিকেটকে গুরুত্ব দিয়েছিলেন। অনমোলপ্রীতের ভাই তেজপ্রীত সিং পঞ্জাব অনূর্ধ্ব ২৩ দলে খেলেন। প্রভসিমরনের দুই বোন জাতীয় স্তরের হ্যান্ডবল প্লেয়ার। অনমোলপ্রীতের বাবা সতবিন্দর সিংও জাতীয় স্তরের হ্যান্ডবল প্লেয়ার ছিলেন।

প্রভসিমরন সিংয়ের কেরিয়ার গ্রাফ উর্ধ্বমুখী হলেও দাদা অনমোলপ্রীত সিংয়ের তেমন নয়। সানরাইজার্স হায়দরাবাদে হাতে গোনা ম্যাচে সুযোগ পেয়েছেন। তবে প্রভসিমরনের উন্নতিতে পুরো পরিবারই যে উচ্ছ্বসিত, এ বিষয়ে সন্দেহ নেই।

Leave a Reply