এ বারের পার্পল ক্যাপ কি সামির মাথায়?


IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ৬৪টি ম্যাচ হয়েছে। জেনে নিন এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা?

Image Credit source: Twitter

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে এখনও অবধি ৬৩টি ম্যাচ হয়েছে। ২৮ মে অবধি চলবে ভারতের এই কোটিপতি লিগ। গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। আইপিএল (IPL 2023) চলাকালীন সকল ক্রিকেট প্রেমীরা কমবেশি নজর রাখেন পয়েন্ট টেবলে। পাশাপাশি পার্পল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপেও নজর থাকে। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। চলতি আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বোলারদের মধ্যে। এ বারের বেগুনি টুপি আপাতত রয়েছে গুজরাট টাইটান্সের মহম্মদ সামির দখলে। পয়েন্টের হিসেবে যুগ্মভাবে সামির সঙ্গেই রয়েছেন তাঁরই সতীর্থ রশিদ খান। পার্পল ক্যাপের দৌড়ে প্রথম ১০ এ রয়েছে প্লে অফ নিশ্চিত করা গুজরাটের তিন বোলার। TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে…

১) পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্সের মহম্মদ সামি। চলতি আইপিএলে তিনি ১৩টি ম্যাচে খেলে ৫১ ওভার বল করে ৩৮৫ রান দিয়ে ২৩টি উইকেট নিয়েছেন।

২) বেগুনি টুপির লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন গত আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ১৩টি ম্যাচে খেলে মোট ৫২ ওভার বল করে ৪১৪ রান দিয়ে ২৩ টি উইকেট নিয়েছেন।

৩) বেগুনি টুপি দখলের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল। এখনও অবধি ১৩টি ম্যাচে ৪৮.৫ ওভার বল করে ৩৯২ রান খরচ করে তিনি নিয়েছেন ২১ টি উইকেট।

৪) পার্পল ক্যাপের লড়াইয়ে ৪ নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের পীযুষ চাওলা। এখনও অবধি তিনি ১৩টি ম্যাচে ৫০ ওভার বল করে ৩৮৩ রান দিয়ে নিয়েছেন ২০টি উইকেট।

৫) এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। এখনও অবধি তিনি ১৩টি ম্যাচে খেলে তিনি ৪৮.৪ ওভার বল করে ৩৯১ রান দিয়ে ১৯টি উইকেট নিয়েছেন তিনি।

৬) এই তালিকায় ছয় নম্বরে রয়েছেন সিএসকের তুষার দেশপান্ডে। এখনও অবধি তিনি এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ১৯টি উইকেট নিয়েছেন। ৪৪.২ ওভার বল করে ৪৩৯ রান খরচ করেছেন তিনি।

৭) পার্পল ক্যাপের তালিকায় প্রথম ১০ এ থাকা গুজরাট টাইটান্সের তৃতীয় বোলার হলেন মোহিত শর্মা। এ বারের আইপিএলে ১০ ম্যাচে ৩০.৫ ওভার বল করে তিনি ২৩০ কান দিয়ে নিয়েছেন ১৭টি উইকেট।

৮) সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও এই তালিকায় রয়েছেন। ৮ নম্বরে থাকা জাড্ডু এখনও অবধি ১৩টি ম্যাচে খেলে ৪৫ ওভার বল করে ৩২৫ রান দিয়ে ১৬টি উইকেট নিয়েছেন।

৯) আরসিবির মহম্মদ সিরাজ এই তালিকার ৯ নম্বরে রয়েছেন। এখনও অবধি ১৬তম আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৪২ ওভারে ৩২৭ রান খরচ করে ১৬টি উইকেট নিয়েছেন সিরাজ।

১০) পঞ্জাব কিংসের অর্শদীপ সিংয়ের উইকেট সংখ্যাও ১৬টি। ১২ ম্যাচে ৪৬.৫ ওভারে ৪৫৩ রান দিয়ে ১৬টি উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার। তিনি রয়েছেন পার্পল ক্যাপের দৌড়ে ১০ নম্বরে।

Leave a Reply