IPL 2023: ব্রেন স্ট্রোকের কারণে ১০ দিন ধরে আইসিইউতে কাটানোর পর বাড়ি ফিরে বিশ্রামের জায়গায়, বিছানায় শুয়েই ছেলের খেলা দেখেছেন মুলতান খান। লখনউয়ের শেষ ওভারের নায়ক মহসিন খান (Mohsin Khan) ওই ম্যাচের পরই তাঁর বাবাকে ভিডিয়ো কল করেছিলেন।
Mohsin Khan: ব্রেন স্ট্রোকে প্যারালাইজ়ড, ভিডিয়ো কলে বাবাকে কী বললেন মহসিন?
নয়াদিল্লি : চলতি আইপিএলে (IPL 2023) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বাঁ হাতি পেসার মহসিন খানের (Mohsin Khan) ম্যাচ জেতানো স্পেল নিয়ে এখনও চর্চা চলছে। চোটের কারণে বছরখানেক ২২ গজের বাইরে ছিলেন মহসিন। তাঁর পারফরম্যান্সে অবশ্য এর প্রভাব পড়েনি। উত্তরপ্রদেশের ক্রিকেটার মহসিনের শয্যাশায়ী বাবাও সেদিন চোখ রেখেছিলেন টেলিভিশনের পর্দায়। ১৬ মে ছিল লখনউ বনাম মুম্বইয়ের ম্যাচ। তার ঠিক ১ দিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন মহসিনের বাবা। ব্রেন স্ট্রোকের কারণে ১০ দিন ধরে আইসিইউতে কাটানোর পর বাড়ি ফিরে বিশ্রামের জায়গায়, বিছানায় শুয়েই ছেলের খেলা দেখেছেন মুলতান খান। লখনউয়ের শেষ ওভারের নায়ক মহসিন ওই ম্যাচের পরই তাঁর বাবাকে ভিডিয়ো কল করেছিলেন। স্ট্রোকের কারণে মহসিনের বাবার শরীরের একটা দিক অসাড় হয়ে গিয়েছে। কিন্তু ছেলের খেলা দেখার সময় তাঁর চোখ চিকচিক করছিল। তিনি বিরাট উত্তেজনা অনুভব করছিলেন। ম্যাচের শেষে ছেলের ফোন আসতেই আর আবেগ ধরে রাখতে পারেননি তাঁর বাবা। ঠিক কী কথা হয়েছিল বাবা-ছেলের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
লখনউ-মুম্বই ম্যাচে শেষে ওভারে রোহিত শর্মার দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। বল ছিল উত্তরপ্রদেশের সম্বলের ছেলে মহসিনের হাতে। সামনে ছিলেন টিম ডেভিড, ক্যামেরন গ্রিনের মতো তাবড় তাবড় ক্রিকেটার। ওই ওভারে মাত্র ৫ রান দিয়ে মহসিন রুখে দেন মুম্বইকে। ম্যাচ শেষে মহসিন ভিডিয়ো কল করেন তাঁর শয্যাশায়ী বাবাকে। মহসিনের ভাই আরমান টাইমস অব ইন্ডিয়াকে জানান, ম্যাচের শেষে তাঁর দাদা ভিডিয়ো কল করেছিল তাঁদের বাবাকে। তিনি বলেন, ‘ভাই আমাদের গর্বিত করেছে। ও চ্যাম্পিয়ন বোলার। বাবা ভীষণ খুশি। তিনি সুস্থ হয়ে উঠছেন। দাদার ম্যাচ দেখার সময় বাবাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। আমরা বুঝতে পারিনি শেষ ওভারে মহসিন ভাই এভাবে বল করে দলকে জেতাবে। ওদের (মুম্বই ইন্ডিয়ান্সের) ব্যাটাররা ভয়ঙ্কর। ১১ রানটা ওদের কাছে কোনও বড় ব্যাপার ছিল না। গ্রিন আর টিম বিগ হিটার, গেম চেঞ্জার বলেই পরিচিত। ওদের সামনে মহসিন ভাই কিছু দারুণ ডেলিভারি দিয়ে ম্যাচ জিতিয়েছে লখনউকে। আমরা সকলেই ভীষণ খুশি।’
কাঁপা গলায় মহসিনের বাবাও জানান ছেলের জন্য তিনি গর্বিত। তিনি বলেন, ‘ছেলের জন্য ভীষণ গর্ববোধ হচ্ছে। ঈশ্বর ওর মঙ্গল করুক। ও ম্যাচ জিতিয়ে দিল।’ ভিডিয়ো কলে মহসিন আর তাঁর বাবার কী কথাবার্তা হয়েছে, তা নিয়ে লখনউ পেসারের ভাই বলেন, ‘ভাই ভীষণ খুশি ছিল। ও বাবাকে আরও ভালো অনুভব করানোর চেষ্টা করছিল। ভাই বলে বাবার জন্য ও ম্যাচ জিতেছে। এরপরই বাবাকে জিজ্ঞাসাও করে তিনি খুশি কিনা? আমাদের বাবা উত্তরে হাসতে হাসতে হ্যাঁ বলেন।’