IPL 2023 : আজ শুক্রবার রয়েছে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের ম্যাচ। তার আগে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৬৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…
Image Credit source: IPL Website
কলকাতা : ভরপুর রোমাঞ্চ, রুদ্ধশ্বাস জয় সব মিলিয়ে চলতি আইপিএল এক বিনোদনে ঠাসা ক্রিকেট ইভেন্ট। আর এই জমজমাটি আইপিএলের গ্রুপ পর্ব শেষের পথে। এখনও অবধি ১৬তম আইপিএলের ৬৫টি ম্যাচ হয়ে গিয়েছে। আইপিএল চলাকালীন ক্রিকেট প্রেমীদের বিশেষ নজর থাকে পয়েন্ট টেবলে (Points Table)। এ বারের আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্বের ৬৫টি ম্যাচের পর পয়েন্ট টেবলে বেশ ভালোই ওঠানামা লেগে রয়েছে। প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাট। বৃহস্পতিবার হায়দরাবাদের ঘরের মাঠে ৮ উইকেটে জিতেছে আরসিবি। যার ফলে পয়েন্ট টেবলে ও নেট রানরেটে উন্নতি হয়েছে বিরাট কোহলিদের। প্লে অফের কাছাকাছি পৌঁছেছে আরসিবি। অন্যদিকে আরসিবির জয়ে প্লে অফের দৌড়ে চাপ বাড়ল কেকেআরের। বাকি দলের অবস্থা কেমন? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।
দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৬৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…
১. পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। এ বারের আইপিএলের প্লে অফ নিশ্চিত করা প্রথম দল গুজরাট। চলতি আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৯টি জয়, ৪টি হার রশিদ খানদের। টাইটান্সদের নেট রান রেট +০.৮৩৫। পয়েন্ট ১৮।
২. আইপিএলের পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি চেন্নাই ১৩টি ম্যাচে খেলেছে। ৭টি জয় ও ৫টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত সিএসকের। পয়েন্ট ১৫। নেট রান রেট +০.৩৮১। এখনও চেন্নাইয়ের প্লে অফের বিরাট সম্ভবনা রয়েছে।
৩. লিগ টেবলের ৩ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ১৩টি ম্যাচে খেলে ৭টি জয় ও ৫টি হার ও ১ ম্যাচ অমীমাংসিত সুপার জায়ান্টসের। লখনউয়ের নেট রান রেট +০.৩০৪। পয়েন্ট ১৫। চেন্নাইয়ের মতো প্লে অফের দৌড়ে রয়েছে লখনউ।
৪. হায়দরাবাদকে হারিয়ে চলতি আইপিএলের লিগ টেবলের ৪ নম্বরে উঠে এসেছে আরসিবি। মুম্বইয়ের সঙ্গে একই পয়েন্ট থাকলেও আরসিবির নেট রান রেট ভালো। এখনও অবধি এই আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৭টি জয় ও ৬টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট +০.১৮০। আরসিবির মোট পয়েন্ট ১৪। প্লে অফের দৌড়ে এখনও টিকে রয়েছে ব্যাঙ্গালোর। শেষ ম্যাচে বিরাটদের হারাতে হবে হার্দিকের গুজরাটকে।
৫. আরসিবি ৪ নম্বরে পৌঁছে যাওয়ায় পয়েন্ট টেবলের ৫ নম্বরে নেমে গিয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৭টি জয় ও ৬টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.১২৮৮। পয়েন্ট ১৪।
৬. লিগ টেবলের ৬ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৬টিতে জয় ও ৭টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +০.১৪০। রাজস্থানের পয়েন্ট ১২।
৭. আপাপতত লিগ টেবলের ৭ নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ১৩টি ম্যাচে খেলে ৬টি জয় ও ৭টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.২৫৬। পয়েন্ট ১২। বাকি থাকা আর ১টি ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে সেই ম্যাচে কেকেআরকে জিততে হবে। তা হলে রানাদের পয়েন্ট হবে ১৪। কেকেআরকে তারপরেও তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। পঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে হারতে হবে রাজস্থানকে। মুম্বই ও আরসিবিকে তাদের পরের ম্যাচে বড় ব্যবধানে হারতে হবে। তা হলে শেষ চারে যেতে পারবে কেকেআর।
৮. লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে পঞ্জাব। শিখর ধাওয়ানের দল এ বারের আইপিএলে এখনও অবধি ১৩টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৬টিতে জয় ও ৭টি হার। প্রীতির পঞ্জাবেরও পয়েন্ট ১২। নেট রান রেট -০.৩০৮।
৯. পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লি ক্যাপিটালস এখনও অবধি ১৩ ম্যাচে খেলেছে। ৫টি জয় ও ৮টি হারের পর ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -০.৫৭২। পয়েন্ট ১০।
১০. লিগ টেবলের ১০ নম্বরেই রয়েছে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ১৩টি ম্যাচে হায়দরাবাদের ৪টি জয় ও ৯টি হার। পয়েন্ট ৮। হায়দরাবাদের নেট রান রেট -০.৫৫৮।