Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore: দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ভারতে খেলেছেন। তেমনই সিনিয়র দলের হয়েও। ভারতে স্পিনের বিরুদ্ধে দক্ষতার সঙ্গে ব্যাট করেন। এ দিনও আরসিবি স্পিনারদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে দেখা গেল।
হায়দরাবাদ : এই মরসুমে সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটারদের মধ্যে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন। মাত্র ২৪ বলে। কিন্তু সেখানেই থেমে থাকেননি। এ মরসুমের প্রথম শতরান এসেছিল সানরাইজার্স ব্যাটারের সৌজন্যেই। ইডেন গার্ডেন্সে শতরান করেছিলেন হ্যারি ব্রুক। এ দিন ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শতরানের ইনিংস হেনরিখ ক্লাসেনের। শুরুর দিকের ম্যাচগুলিতে সুযোগই পাচ্ছিলেন না। তবে তাঁর মতো ক্লাস ব্যাটারকে সুযোগ দিতেই একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে চলেছেন। ভারতের মাটিতে স্পিনের বিরুদ্ধে বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই হোঁচট খান। তবে ক্লাসেন সেই তালিকায় পড়েন না। দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ভারতে খেলেছেন। তেমনই সিনিয়র দলের হয়েও। ভারতে স্পিনের বিরুদ্ধে দক্ষতার সঙ্গে ব্যাট করেন। এ দিনও আরসিবি স্পিনারদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে দেখা গেল। শেষ অবধি ৪৯ বলে সেঞ্চুরি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…