কাব্যার দুই রূপ; ক্লাসেনের সেঞ্চুরিতে আবেগ, বিরাটের শতরানে অঙ্গভঙ্গি


Kavya Maran: হেনরিখ ক্লাসেনের ক্লাসিক সেঞ্চুরি দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন অরেঞ্জ আর্মির মালকিন কাব্যা মারানও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। ক্লাসেনের শতরান দেখে ঠিক যতটা খুশি হয়েছিলেন কাব্যা, ঠিক ততটাই তিনি হতাশ হয়েছিলেন বিরাট কোহলির সেঞ্চুরি দেখে।

কাব্যার দুই রূপ; ক্লাসেনের সেঞ্চুরিতে আবেগ, বিরাটের শতরানে অঙ্গভঙ্গি

হায়দরাবাদ : চলতি আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব শেষ হল বলে। গ্রুপ লিগের আর মাত্র ৫টি ম্যাচ বাকি রয়েছে। লক্ষ্মীবারে আইপিএলের ম্যাচে জোড়া শতরান হয়েছে। সেঞ্চুরি করে হায়দরাবাদের সূর্যোদয় ঘটানোর চেষ্টা করেছিলেন অরেঞ্জ আর্মির তারকা ক্রিকেটার হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। কিন্তু প্রতিপক্ষ দলে যখন বিরাট কোহলির (Virat Kohli) মতো ক্রিকেটার রয়েছেন, সেক্ষেত্রে ম্যাচের ফল যে কোনও কিছু হতে পারে। তিন অঙ্কের রানে পৌঁছতে ক্লাসেন নিয়েছিলেন ৪৯ বল। শেষ অবধি ৫১ বলে ১০৪ রান করে মাঠ ছাড়েন ক্লাসেন। তাঁর সেঞ্চুরি দেখে অরেঞ্জ আর্মির ফ্যানেদের বিরাট উচ্ছ্বসিত দেখিয়েছিল। কিন্তু কে জানত, কিং কোহলি মনে মনে বলছিলেন, ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত…’ ক্লাসেনের ক্লাসিক সেঞ্চুরি দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন অরেঞ্জ আর্মির মালকিন কাব্যা মারানও (Kavya Maran)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। ক্লাসেনের শতরান দেখে ঠিক যতটা খুশি হয়েছিলেন কাব্যা, ঠিক ততটাই তিনি হতাশ হয়েছিলেন কোহলির সেঞ্চুরি দেখে। উপ্পলে অরেঞ্জ আর্মির মালকিনের দুই রূপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

হেনরিখ ক্লাসেনের শতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে হায়দরাবাদ। যদিও ৪ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করে ফেলে আরসিবি। ওই ম্যাচে ক্লাসেনের অনবদ্য ইনিংস দেখে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, এবিডি, ইয়ান বিশপরা মুগ্ধ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ক্লাসেনের ইনিংসের প্রশংসাও করেছেন সচিন-সেওয়াগরা। পাশাপাশি হায়দরাবাদের মালকিন কাব্যাও তাঁর ক্লাসিক ইনিংস দেখে আবেগী হয়ে উঠেছিলেন। হেনরিখ ক্লাসেনের শতরানের পর কাব্যার প্রতিক্রিয়ার ছবি তুলে ধরেছেন নেটিজ়েনরা। বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দাবি, ‘হেনরিখ ক্লাসেনই একমাত্র কাব্যার মুখে হাসি ফোটাতে পারলেন।’

হায়দরাবাদের স্টেডিয়ামে ক্লাসেনের সেঞ্চুরিতে আবেগ দেখানোর পর, বিরাটের শতরানে অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিল কাব্যাকে। সেই ভিডিয়োও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। বিরাট কোহলি ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করার পরই টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে কাব্যার অঙ্গভঙ্গি করার দৃশ্য।



Leave a Reply