Virat Kohli in IPL 2023 : হায়দরাবাদের ঘরের মাঠে ৬৩ বলে ১০০ রান করেছেন বিরাট কোহলি। ম্যাচের সেরার পুরস্কারও গিয়েছে কিং কোহলির ঝুলিতে। চলতি আইপিএলে ছন্দে থাকা কোহলি গত ২ ম্যাচে রান পাননি। যা নিয়ে সমালোচনা হওয়া শুরু হয়েছিল। তাঁর স্ট্রাইকরেট নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিল। ম্যাচের শেষে সকল সমালোচকদের দারুণ জবাব দিয়েছেন বিরাট।
হায়দরাবাদ : রানমেশিন, চেজ়মাস্টার, কিং কোহলি এই সব তকমা বিরাট কোহলির (Virat Kohli) নামের সঙ্গে কেন মানানসই, তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। বিরাট মাঠে নামলেই তাঁর সমর্থকদের প্রত্যাশা দ্বিগুণ হয়ে যায়। আরসিবির (RCB) অধিনায়ক ফাফ ডু’প্লেসির সঙ্গে ১৭২ রানের জুটি বেঁধে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বিরাট। চলতি আইপিএলে (IPL 2023) ছন্দে থাকা কোহলি গত ২ ম্যাচে রান পাননি। যা নিয়ে সমালোচনা হওয়া শুরু হয়েছিল। তাঁর স্ট্রাইকরেট নিয়েও অনেকে প্রশ্নও তুলেছিল। হায়দরাবাদের বিরুদ্ধে নজরকাড়া সেঞ্চুরির দিন বিরাটের স্ট্রাইকরেটও (১৫৮.৭৩) যথেষ্ট ভালো ছিল। তাই শতরান হাঁকিয়ে সমালোচকদের মুখ খানিকটা হলেও বন্ধ করতে পেরেছেন বিরাট কোহলি। ম্যাচের শেষে সকল সমালোচকদের দারুণ জবাবও দিয়েছেন বিরাট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি আইপিএলে বিরাটের স্ট্রাইকরেট নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিল, তাঁদের উদ্দেশে SRH vs RCB ম্যাচের সেরার পুরস্কার নিয়ে কোহলি বলেন, ‘আমি অতীতের সংখ্যার দিকে তাকাই না। আমি ইতিমধ্যে নিজেকে অনেক চাপের মধ্যে রেখেছি। এটি আমার ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি। গুরুত্বপূর্ণ ইনিংস খেলেও মাঝে মাঝে আমি নিজেকে যথেষ্ট কৃতিত্ব দিতে পারি না। তাই বাইরের কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। কারণ এটা তাদের ব্যক্তিগত মতামত। আপনি নিজে যখন সেই জায়গায় থাকবেন, তখন আপনি জানেন কীভাবে ম্যাচটা জিততে হবে। আমি দীর্ঘদিন ধরে সেটাই করে চলেছি। এটা নয় যে আমি আমার দলের হয়ে জিততে পারিনি। আর এই জয়ে আমি গর্বিত।’
𝗖𝗹𝗮𝘀𝘀. 𝗥𝗲𝘀𝗶𝗹𝗶𝗲𝗻𝗰𝗲. 𝗣𝗲𝗿𝗳𝗲𝗰𝘁𝗶𝗼𝗻. 𝗞𝗶𝗻𝗴 𝗞𝗼𝗵𝗹𝗶 👑@imVkohli produced a chase masterclass and unleashed his best in a must-win game, leaving everyone in awe 👏#TATAIPL | #SRHvRCB | @RCBTweets pic.twitter.com/kCeT35cAIX
— IndianPremierLeague (@IPL) May 19, 2023
বৈচিত্র্যময় শট না খেলা নিয়ে বিরাট বলেন, ‘আমি এমন প্লেয়ার নই, যে দেখতে সুন্দর হবে এমন শট খেলতে পছন্দ করব। কারণ আমাদের বছরের ১২ মাসই ক্রিকেট খেলতে হবে। আমার কাছে ফ্যান্সি শট খেলা কিংবা উইকেট ছুড়ে দিয়ে আসাটা একেবারেই কাম্য নয়। আইপিএলের শেষে আমাদের কিন্তু টেস্ট ক্রিকেটও রয়েছে (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল)। তাই আমাকে নিজের টেকনিক নিয়ে নিখুঁত থাকতেই হবে। আর এই টেকনিক ব্যবহার করে আমি দলের জয়ে ভূমিকা নিতে পারি কিনা, সেই রাস্তাটাই আমাকে খুঁজতে হবে।’