কেকেআরকে ১৭৭ রানের লক্ষ্য দিল লখনউ, কত ওভারে জিততে হবে?


Kolkata Knight Riders vs Lucknow Super Giants : নিকোলাস পুরান এ মরসুমে আরও একটা দুর্দান্ত ইনিংস খেললেন। মাত্র ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন পুরান।

দীপঙ্কর ঘোষাল : টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতীশ রানা। লখনউয়ের ব্যাটিং লাইন আপের গভীরতা ব্যাপক। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। ওপেনার করণ শর্মাকে তৃতীয় ওভারেই ফেরান হর্ষিত রানা। কুইন্টন ডি’কক, প্রেরক মানকড় বড় জুটি গড়ার চেষ্টা করলেও দীর্ঘস্থায়ী হয়নি। ৫৫ রানে দ্বিতীয় উইকেট হারায় লখনউ। প্রতিপক্ষ শিবিরে সবচেয়ে বড় ধাক্কা মার্কাস স্টইনিসের শূন্য রানে ফেরা। মাত্র ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাপক চাপে পড়ে লখনউ সুপার জায়ান্টস। তবে নিকোলাস পুরান, আয়ুষ বাদোনিরা ভরসা দিলেন লখনউকে। সবচেয়ে বেশি বলতে হয় নিকোলাস পুরানের কথা। এই জুটি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল। অবশেষে ১৮ তম ওভারের শেষ বলে আয়ুষকে ফেরালেন সুনীল নারিন। এই জুটি মাত্র ৪৭ বলে ৭৪ রান যোগ করে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নিকোলাস পুরান এ মরসুমে আরও একটা দুর্দান্ত ইনিংস খেললেন। মাত্র ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন পুরান। রানের গতি বাড়াতে গিয়ে ১৯তম ওভারে আউট তিনি। ৩০ বলে ৫৮ রানে ফেরেন পুরান। মাত্র ৭৩ রানে ৫ উইকেট হারানোর পরও কেকেআরকে ১৭৭ রানের বিশাল লক্ষ্য দিল লখনউ সুপার জায়ান্টস। প্রতিপক্ষকে চেপে ধরার সুযোগ পেলেও কেকেআর তা নিতে ব্যর্থ। না হলে এত বড় রানের লক্ষ্য হয়তো তাড়া করতে হত না। কেকেআরের পরিকল্পনা নিয়ে এ মরসুমে নানা প্রশ্ন উঠেছে। লিগ পর্বের শেষ ম্যাচেও তাই। হঠাৎই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় সূয়াশ শর্মাকে। তাঁকে দিয়ে মাত্র ১ ওভার বোলিং করানো হল।

কেকোরের প্লে-অফের যে ক্ষীণ আশা রয়েছে তাও যেন কার্যত শেষের দিকেই। কেন না, নেট রান রেটে আরসিবিকে ছাপিয়ে যেতে ১৭৭ রানের লক্ষ্য অন্তত ৪৭ বলে পার করতে হবে। সেক্ষেত্রে নেট রান রেটে আরসিবিকে আপাতত ছাপিয়ে যাবে কেকেআর। রবিবার আরসিবি নামছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। সেই ম্যাচে আরসিবিকে হারতে হবে। শুধু তাই নয়, মুম্বইকেও হার হবে।

Leave a Reply