MS Dhoni in IPL: এটাই যে মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। তবে মাহির আসল সিদ্ধান্ত কী তা এখনও অজানা। চলতি আইপিএলের গ্রুপ পর্বে সিএসকের শেষ ম্যাচের আগে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, তিনি মনে করেন ধোনি চাইলেই আগামী ৫ বছর আইপিএলে খেলতেই পারেন।
Image Credit source: Twitter
নয়াদিল্লি : চেন্নাই এক্সপ্রেসের আজ স্টপেজ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। চলতি আইপিএলের (IPL 2023) প্লে অফের আগে গ্রুপ পর্বে আর হাতে গোনা ৪টি ম্যাচ বাকি রয়েছে। আজ, শনিবার বিকেলে ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে নামবে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। এটাই যে ধোনির শেষ আইপিএল তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। তবে মাহির আসল সিদ্ধান্ত কী তা এখনও অজানা। চিপকে সিএসকে এ বারের শেষ হোম ম্যাচ খেলার পর চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন শুনিয়েছিলেন, ধোনিকে নিয়ে আশার কথা। তাঁর মতে, আগামী মরসুমেও মাহিকে সিএসকের হয়ে খেলতে দেখা যাবে। এ বার ১৬তম আইপিএলের গ্রুপ পর্বে সিএসকের শেষ ম্যাচের আগে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসির মুখেও শোনা গেল ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে বার্তা। ইয়েলোব্রিগেডের ব্যাটিং কোচ মনে করেন, ধোনি চাইলেই আগামী ৫ বছর আইপিএলে খেলতেই পারেন। আর কী কী বললেন চেন্নাইয়ের কোচ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি আইপিএলে হাঁটুর চোট নিয়েই খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। যে কারণে, তিনি দলকে জানিয়ে রেখেছেন প্রয়োজন না পড়লে বেশি দৌড়বেন না। দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সিএসকের ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, ধোনি এখনও আগের মতোই ব্যাটিং করছেন। শুধু তাই নয়, সেই পুরনো ফিনিশার ধোনি এখনও রয়েছেন। মাহি এখনও বিধ্বংসী মেজাজে ছক্কা হাঁকান। তা পর্যবেক্ষণ করেছেন চেন্নাইয়ের কোচ। তাঁর মতে, ধোনি যদি এখনও খেলাটা উপভোগ করছেন সেক্ষেত্রে আগামী ৫ বছর তিনি আইপিএলে খেলতেই পারেন।