নিজগৃহে পরবাসী কেকেআর, ইডেনে মেরুন ঝড়ের আভাস!


Kolkata Knight Riders vs Lucknow Super Giants Preview : মাঠের লড়াইয়েও ভালো জায়গায় রয়েছে লখনউ সুপার জায়ান্টস। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে তারা। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট রয়েছে তাদের। দিনের প্রথম ম্যাচে চেন্নাই হারলে লখনউয়ের কাছে সুযোগ থাকবে প্লে-অফ ও শীর্ষ দুই নিশ্চিত করার।

Image Credit source: Twitter, PTI

দীপঙ্কর ঘোষাল : মুসকুরাইয়ে…। লখনউয়ের ট্রেডমার্ক লাইন এখন কলকাতায়। গত কয়েকদিন ধরেই আলোচনায় কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। যদিও সেই আলোচনার বেশির ভাগই মাঠের বাইরের বিষয় কেন্দ্রীক। ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। এখানে অবশ্য যদি শব্দটা কাজ করছে। ম্যাচের আগের দু-দিনই ঠিক মতো অনুশীলন করতে পারলেন ক্রিকেটাররা। কারণ, বৃষ্টি। ম্যাচের আগের দিন প্রস্তুতি শুরু করলেও কিছুক্ষণের মধ্যে মাঠ ছাড়তে হয়। বৃষ্টিতে ঢাকা পড়ে মাঠ। ড্রেসিংরুমের বাইরে লনে অবশ্য দু-দলের ক্রিকেটাররা আড্ডায় মেতে উঠলেন। ড্রেসিংরুমেও। এই মাঠের সঙ্গে আলাদা সম্পর্ক রয়েছে গৌতম গম্ভীরের। তিনি এখন অতিথি। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। তাঁর নেতৃত্বেই দু-বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপর আর ট্রফি আসেনি। এ বার প্লে-অফে যাওয়ার সম্ভাবনাও ইতি হয়ে গিয়েছে কেকেআরের। শুধুমাত্র অঙ্কেই রয়েছে কেকেআর। বাস্তব সম্পূর্ণ আলাদা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।

গত কয়েক দিন মাঠের বাইরে যা নিয়ে আলোচনা হয়েছে, তার মূল অংশ জার্সি। কলকাতায় বেশ কিছু ম্যাচেই কার্যত ঘরের মাঠেও অ্যাওয়ে ম্যাচ খেলতে হয়েছে নাইটদের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে তো গ্যালারির অবস্থা দেখে বোঝার উপায় ছিল না, ইডেনে ম্যাচ নাকি চেন্নাইয়ের চিপকে। তেমনই আরসিবির বিরুদ্ধে ম্যাচেও গ্যালারির দখল ছিল বিরাট কোহলির সমর্থকদের। লখনউ সুপার জায়ান্টসও নতুন পথ বেছে নিয়েছে। ১জুন থেকে এটিকে মোহনবাগান হয়ে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। লখনউ সুপার জায়ান্টস এবং মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। ফলে কলকাতা এবং মোহনবাগানের ঐতিহ্যকে সম্মান জানাতে ইডেনের এই ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে নামতে চলেছেন লখনউ সুপার জায়ান্টস ক্রিকেটাররা। অনুমান করা হচ্ছে, গ্যালারিতে প্রচুর সমর্থক মোহনবাগান জার্সিতে থাকবে। ইডেনে কেকেআরকে যেন আরও একটা অ্যাওয়ে ম্যাচে নামতে হচ্ছে।

মাঠের লড়াইয়েও ভালো জায়গায় রয়েছে লখনউ সুপার জায়ান্টস। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে তারা। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট রয়েছে তাদের। দিনের প্রথম ম্যাচে চেন্নাই হারলে লখনউয়ের কাছে সুযোগ থাকবে প্লে-অফ ও শীর্ষ দুই নিশ্চিত করার। কলকাতার কাছে এই ম্যাচ ক্ষীণ সুযোগ। প্রথমত, জিততে হবে। দ্বিতীয়ত বিশাল ব্যবধানে নেট রান রেট বাড়াতে হবে। তাতেও আশা ক্ষীণ থেকেও ক্ষীণ। ম্যাচ নিয়ে অবশ্য যদির প্রশ্নও রয়েছে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কোনও অঙ্কেই থাকবে না কেকেআর। চাপ বাড়বে লখনউয়েরও।

Leave a Reply