Delhi Capitals vs Chennai Super Kings Preview : চেন্নাইকে বেশ কিছুটা আতঙ্কে রাখছে দিল্লির গত ম্যাচের পারফরম্যান্স। দিল্লির হারানোর কিছু নেই। অনেক খোলা মনে খেলার সুযোগ পাচ্ছে। গত ম্যাচে ধর্মশালায় পঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে হারিয়েছে দিল্লি। ব্যাটিংয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছে পৃথ্বী শ-র। তেমনই রাইলি রোসো বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
Image Credit source: twitter
দীপঙ্কর ঘোষাল : বৈপরিত্য। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। প্রথম দল হিসেবে এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। উল্টোদিকে চেন্নাই সুপার কিংস। এ মরসুমের অন্যতম ধারাবাহিক দল। গত ম্যাচে ঘরের মাঠে প্লে-অফ নিশ্চিত করার সুযোগ ছিল। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে হার অপেক্ষা বাড়িয়েছে। চেন্নাইয়ের প্লে-অফ কার্যত নিশ্চিত। কিন্তু পুরোপুরি নিশ্চিত করা এবং সুযোগ রয়েছে শীর্ষ দুইয়ে থাকার। ১৩ ম্যাচে চেন্নাই সুপার কিংসের ১৫ পয়েন্ট রয়েছে। এ বারের আইপিএলে অষ্টম জয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে চেন্নাই। উল্টোদিকে, দিল্লি ক্যাপিটালসের হারানোর কিছু নেই। বরং তারা জয় দিয়ে মরসুম শেষ করার লক্ষ্যেই নামবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।
এখনও অবধি একমাত্র গুজরাট টাইটান্সেরই প্লে-অফ নিশ্চিত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে আজ ডাবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি দিল্লি ও চেন্নাই। এই ম্যাচে দিল্লি জিতলে তাদের প্লে-অফ নিশ্চিত। বড় ব্যবধানে জিতলে এবং দিনের দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টস হারলে কিংবা জিতলেও নেট রান রেটে চেন্নাইকে ছাপিয়ে যেতে না পারলে, ধোনিরা দ্বিতীয় স্থানে থাকতে পারেন। কিন্তু চেন্নাই হারলে অপেক্ষা করতে হবে কয়েকটি ম্যাচের ওপর। কোনও জটিল অঙ্কে জড়াতে না চাইলে চেন্নাইয়ের কাছে সহজ উপায় দিল্লিকে হারানো। পরিবেশ পরিস্থিতিও চেন্নাইয়ের পক্ষেই থাকবে।
চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিপকে স্পিন সহায়ক পিচ দেখা গিয়েছে। তাদের স্পিন বোলিং আক্রমণও খুবই ভালো। তেমনই দীপক চাহারের মতো সুইং বোলার রয়েছেন। তুষার দেশপান্ডে খুব ভালো স্লোয়ার ব্যবহার করতে পারেন। দিল্লিও যেন সুপার কিংসের কাছে হোম গ্রাউন্ডের মতোই।
চেন্নাইকে বেশ কিছুটা আতঙ্কে রাখছে দিল্লির গত ম্যাচের পারফরম্যান্স। দিল্লির হারানোর কিছু নেই। অনেক খোলা মনে খেলার সুযোগ পাচ্ছে। গত ম্যাচে ধর্মশালায় পঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে হারিয়েছে দিল্লি। ব্যাটিংয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছে পৃথ্বী শ-র। তেমনই রাইলি রোসো বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। স্পিনারদের বিরুদ্ধে তাঁর ব্যাটের হাত খুবই ভালো। খোলা মনের দিল্লিই অঘটন ঘটাতে পারে। প্লে-অফে এক পা রেখেও শেষ অবধি ছিটতে যেতে পারে। দিল্লি ক্যাপিটালসও চাইবে এ বারের শেষটা অন্তত ভালো করতে।