KKR vs LSG, IPL 2023: চলতি আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সের শেষ হোম ম্যাচ। এটিই কেকেআরের গ্রুপ পর্বের শেষ ম্যাচও। ক্রুণাল পান্ডিয়ার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে নীতীশ রানার দল। এটি লখনউয়েরও গ্রুপ পর্বের শেষ ম্যাচ। কেকেআর বনাম লখনউ ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।
Image Credit source: KKR Twitter
কলকাতা : আর দিন দু’য়েকের মধ্যে চলতি আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব শেষ হতে চলেছে। প্লে অফের আগে ৪টি ম্যাচ বাকি রয়েছে। গুজরাট টাইটান্স ছাড়া প্লে অফের টিকিট পাবে আর কোন ৩টি দল, তা এখনও নিশ্চিত নয়। হার্দিকরা ছাড়া প্রথম চারে থাকা বাকি ৩ দলের নাম জানা যাবে শনিবার ও রবিবারের ডাবল হেডারের পরই। ২৮ মে আইপিএলের মেগা ফাইনাল। শনিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে ইডেনে নামতে চলেছে নীতীশ রানার দল। প্রতিপক্ষ ক্রুণাল পান্ডিয়ার লখনউ সুপার জায়ান্টস। ২ দলের কাছেই জয় ভীষণ গুরুত্বপূর্ণ। হারলেই প্লে অফের দৌড় থেকে বিদায় কেকেআরের। নাইটদের আজ চাই বিরাট ব্যবধানে জয়। আজ কেকেআর বনাম লখনউ (KKR vs LSG) এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ শনিবার আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কেকেআর ও লখনউ। এই ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —
১) রিঙ্কু সিং – আইপিএলে ৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য কেকেআরের রিঙ্কু সিংয়ের চাই আর ২টি চার।
২) ভেঙ্কটেশ আইয়ার – নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ারের আইপিএলে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য চাই আর ৬৮ রান।
৩) আন্দ্রে রাসেল – আইপিএলে উইকেটের সেঞ্চুরি থেকে ৪টি উইকেট দূরে রয়েছেন কেকেআরের আন্দ্রে রাসেল। আজ রাসেল টি-২০ ক্রিকেট কেরিয়ারের ৪৫০তম ম্যাচে নামতে চলেছেন। টি-২০ ক্রিকেট কেরিয়ারে ৪০০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য রাসেলের আর চাই ৩টি উইকেট।
৪) টিম সাউদি – আইপিএলে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করা থেকে ৩টি উইকেট দূরে রয়েছেন টিম সাউদি।
৫) লকি ফার্গুসন – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মাইলস্টোন থেকে ৩টি উইকেট দূরে রয়েছেন লকি ফার্গুসন।
৬) শার্দূল ঠাকুর – টি-২০ ক্রিকেট কেরিয়ারের ১৫০তম ম্য়াচে আজ নামতে চলেছেন শার্দূল ঠাকুর।
৭) রবি বিষ্ণোই – টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি থেকে ১টি উইকেট দূরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের রবি বিষ্ণোই।
৮) মহসিন খান – টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করার জন্য মহসিন খানের প্রয়োজন আর ১টি উইকেট।
৯) কুইন্টন ডি’কক – টি-২০ ক্রিকেটে ৩৫০টি ছক্কার রেকর্ড ছুঁতে হলে ডি’কককে মারতে হবে আর ৩টি ছয়।