ইডেনের গ্যালারিতে আফগান সুন্দরী; গুরবাজ না নবীন, কার হয়ে গলা ফাটালেন?


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: May 21, 2023 | 2:29 PM

Wazhma Ayoubi : শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএলে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। ২০২৩ আইপিএলে কেকেআরের শেষ ম্যাচে ইডেন ছিল কানায় কানায় পূর্ণ। হাজারো দর্শকদের ভিড়েও নজর কেড়ে নিলেন এক সুন্দর মুখ। কে তিনি?

May 21, 2023 | 2:29 PM

রিঙ্কু সিংয়ের হার না মানা লড়াই। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কোনওক্রমে ১ রানে জিতে প্লে অফে জায়গা করেছে লখনউ সুপার জায়ান্টস। শনিবার ঘরের মাঠে হেরে এ বারের মতো আইপিএল থেকে বিদায় নিয়েছে কেকেআর। (ছবি:টুইটার)

রিঙ্কু সিংয়ের হার না মানা লড়াই। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কোনওক্রমে ১ রানে জিতে প্লে অফে জায়গা করেছে লখনউ সুপার জায়ান্টস। শনিবার ঘরের মাঠে হেরে এ বারের মতো আইপিএল থেকে বিদায় নিয়েছে কেকেআর। (ছবি:টুইটার)

আইকনিক ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন আফগান সুন্দরী  ওয়াজমা আয়োবি (Wazhma Ayoubi)। আফগানিস্তান দলের ডাই হার্ড ফ্যান ওয়াজমা শনিবার কাকে সমর্থন করলেন? (ছবি:টুইটার)

আইকনিক ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন আফগান সুন্দরী ওয়াজমা আয়োবি (Wazhma Ayoubi)। আফগানিস্তান দলের ডাই হার্ড ফ্যান ওয়াজমা শনিবার কাকে সমর্থন করলেন? (ছবি:টুইটার)

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে শনিবার দুটি দলে ছিল দুই আফগান ক্রিকেটার। কেকেআর টিমে রহমানুল্লা গুরবাজ ও লখনউয় দলে নবীন উল হক।  (ছবি:টুইটার)

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে শনিবার দুটি দলে ছিল দুই আফগান ক্রিকেটার। কেকেআর টিমে রহমানুল্লা গুরবাজ ও লখনউয় দলে নবীন উল হক। (ছবি:টুইটার)

ম্যাচের আগে দুই আফগান টাইগার- গুরবাজ ও নবীনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন গতবছর এশিয়া কাপে সময় শিরোনামে আসা আয়োবি।  (ছবি:টুইটার)

ম্যাচের আগে দুই আফগান টাইগার- গুরবাজ ও নবীনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন গতবছর এশিয়া কাপে সময় শিরোনামে আসা আয়োবি। (ছবি:টুইটার)

এদিনও ইডেনের মাঠে কচি কলাপাতা রঙা ড্রেসে ঝলমলে ওয়াজমা আয়োবিকে দেখা গিয়েছে আফগানিস্তানের পতাকা হাতে। (ছবি:টুইটার)

এদিনও ইডেনের মাঠে কচি কলাপাতা রঙা ড্রেসে ঝলমলে ওয়াজমা আয়োবিকে দেখা গিয়েছে আফগানিস্তানের পতাকা হাতে। (ছবি:টুইটার)

তবে ম্যাচের সময় গলা ফাটালেন কেকেআরের হয়ে। কেকেআরের পতাকা ওড়াতে দেখা গিয়েছে আয়োবিকে। (ছবি:টুইটার)

তবে ম্যাচের সময় গলা ফাটালেন কেকেআরের হয়ে। কেকেআরের পতাকা ওড়াতে দেখা গিয়েছে আয়োবিকে। (ছবি:টুইটার)

বিরাট কোহলির 'বিরাট' ফ্যান এই আফগান সুন্দরীর মন ভেঙেছে শেষ পর্যন্ত। কেকেআর ম্যাচ জিততে পারেনি। গুরবাজ বা নবীনের মধ্যে কারও ব্যাটেই নজরকাড়া পারফরম্যান্স ছিল না। (ছবি:টুইটার)

বিরাট কোহলির ‘বিরাট’ ফ্যান এই আফগান সুন্দরীর মন ভেঙেছে শেষ পর্যন্ত। কেকেআর ম্যাচ জিততে পারেনি। গুরবাজ বা নবীনের মধ্যে কারও ব্যাটেই নজরকাড়া পারফরম্যান্স ছিল না। (ছবি:টুইটার)

আর পাঁচটা ক্রিকেট ফ্যানের মতোই ওয়াজমা আয়োবি রিঙ্কু সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ। রিঙ্কুকে নিয়ে কেকেআরের টুইট রিটুইট করেছেন তিনি। (ছবি:টুইটার)

আর পাঁচটা ক্রিকেট ফ্যানের মতোই ওয়াজমা আয়োবি রিঙ্কু সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ। রিঙ্কুকে নিয়ে কেকেআরের টুইট রিটুইট করেছেন তিনি। (ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply