ইডেনে সমর্থকদের বাধা, কেকেআরের বিরুদ্ধে তোপ দাগল মোহনবাগান


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: May 21, 2023 | 6:43 PM

KKR vs LSG, Eden Gardens : এরপরই মোহনবাগান লেখা পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে বাধ্য হয় লখনউ। তবে ম্যাচের দিনও সমস্যায় পড়েন মোহনবাগান সমর্থকরা।

Mohun Bagan : ইডেনে সমর্থকদের বাধা, কেকেআরের বিরুদ্ধে তোপ দাগল মোহনবাগান

Image Credit source: OWN Arrangement

কলকাতা : ইন্ডিয়ান সুপার লিগে এ বার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এটিকের সঙ্গে সংযুক্তিকরণের পর এ বারই প্রথম আইএসএল জেতে সবুজ মেরুন। সমর্থকরা অবশ্য মোহনবাগানের নামের আগে এটিকে নিয়ে দীর্ঘ দিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন। সমর্থকদের আবেগকে সম্মান জানিয়ে অবশেষে মোহনবাগানের সামনে থেকে এটিকে সরানোর সিদ্ধান্ত হয়েছে। ১ জুন থেকেই সবুজ মেরুন খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট নামে। মোহনবাগানের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা লখনউ সুপার জায়ান্টসের অন্যতম কর্ণধার। শনিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচের আগেই লখনউ সুপার জায়ান্টস টিম ম্যানেজমেন্ট ঘোষণা করেছিল, কলকাতা এবং মোহনবাগানের ঐতিহ্যকে সম্মান জানাতে সবুজ মেরুন জার্সিতে নামবে তারা। সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানকে নিয়ে পোস্টও করে লখনউ সুপার জায়ান্টস। যদিও আইপিএলের ‘কোনও এক’ ফ্র্যাঞ্চাইজি স্বার্থের সংঘাতের অভিযোগ জানায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এরপরই মোহনবাগান লেখা পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে বাধ্য হয় লখনউ। তবে ম্যাচের দিনও সমস্যায় পড়েন মোহনবাগান সমর্থকরা। বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply