দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর দেখা যায় কোনও একটা বিষয় নিয়ে জাডেজার সঙ্গে কথা বলছেন মহেন্দ্র সিং ধোনি। দেখেই বোঝা যাচ্ছে, মাহি জাড্ডুর উপর খুব একটা সন্তুষ্ট নন।
Image Credit source: Twitter
কলকাতা: চেন্নাই সুপার কিংস শিবিরে কি ফের অশান্তির ছায়া? গতকালই দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফে পা রেখেছে সিএসকে। চার বারের চ্যাম্পিয়নদের সামনে পঞ্চম আইপিএল ট্রফির হাতছানি। কিন্তু সিএসকে সংসারে নাকি সবকিছু ঠিকঠাক নেই। যার কেন্দ্রে দলের দুই সিনিয়র তারকা মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাডেজা। দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর দেখা যায় কোনও একটা বিষয় নিয়ে জাডেজার সঙ্গে কথা বলছেন মহেন্দ্র সিং ধোনি। দেখেই বোঝা যাচ্ছে, মাহি জাড্ডুর উপর খুব একটা সন্তুষ্ট নন। ব্যাপক ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো। রবিবার হঠাৎই জাডেজার টুইটারে ইঙ্গিতবাহী পোস্ট। যেখানে লেখা, “আজ হোক বা কাল, নিজের কর্মফল একদিন ভোগ করবেই।” পোস্টের ক্যাপশনে লেখা, “ডেফিনেটলি”। নেটিজেনদের অনুমান, মাহির সঙ্গে তর্কাতর্কির ঘটনার সঙ্গে এই পোস্টের যোগ রয়েছে। পোস্টের মন্তব্য বাক্সে স্বামীকে সমর্থন করে উত্তর দিয়েছেন জাড্ডু পত্নী রিভাবা। তাতে যেন জল্পনায় ঘি পড়েছে। অতীতে নেতৃত্ব নিয়ে চেন্নাই সুপার কিংসের সঙ্গে জাডেজার সম্পর্কের অবনতি ঘটে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে ৭৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে প্লে অফের টিকিট পাকা করে চেন্নাই। ম্যাচ শেষ হতেই দলের সদস্যদের সঙ্গে উদযাপনের পরিবর্তে সোজাসুজি জাডেজার দিকে চলে যান মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুল-এর মাথা যে তখন মোটেও কুল কুল ছিল না, তা বোঝা গিয়েছে এরপরই। জাডেজার সঙ্গে কথাই বলেছিলেন ধোনি, কিন্তু তার মধ্যে যে ঝাঁঝ রয়েছে তা ভিডিয়ো দেখে আন্দাজ করা খুব একটা কঠিন নয়। ক্রিকেট সমর্থকদের অনুমান, ম্যাচে জাডেজার বোলিং নিয়ে সন্তুষ্ট ছিলেন না ধোনি। ৪ ওভারে ৫০ রান দেন তিনি। সেটা নিয়েই হয়তো অলরাউন্ডারকে দু’কথা শুনিয়েছেন ধোনি।
Definitely 👍 pic.twitter.com/JXZNrMjVvC
— Ravindrasinh jadeja (@imjadeja) May 21, 2023
বিস্তারিত আসছে…