‘GG-কে কেকেআরে ফেরাও’, গম্ভীরের জন্য ইডেনে বিরাট প্ল্যাকার্ড


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: May 21, 2023 | 12:09 PM

KKR, IPL 2023: কেকেআরকে ২ বার আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেই গৌতি এখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে নজরে পড়ল গম্ভীরের ফ্যানেদের হাতে এক বিরাট প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘GG-কে কেকেআরে ফেরাও।’

Gautam Gambhir in IPL 2023: 'GG-কে কেকেআরে ফেরাও', গম্ভীরের জন্য ইডেনে বিরাট প্ল্যাকার্ড

Gautam Gambhir in IPL 2023: ‘GG-কে কেকেআরে ফেরাও’, গম্ভীরের জন্য ইডেনে বিরাট প্ল্যাকার্ড

Image Credit source: Twitter

কলকাতা : কলকাতা নাইট রাইডার্সের এ বারের আইপিএল (IPL 2023) যাত্রা শেষ। ইডেনে শনি-রাতে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে নাইটদের প্লে অফের স্বপ্নভঙ্গ হয়েছে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) লখনউয়ের কাছে ইডেনে ১ রানে হেরে এ বারের আইপিএল থেকে বিদায় নিল কেকেআর (KKR)। লড়াই চালিয়েছিলেন নাইটদের সঙ্কটমোচন রিঙ্কু সিং। তীরে এসেও নাইটদের তরী পার করাতে পারেননি রিঙ্কু। কেকেআর দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আর যে মানুষটা নাইটদের আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, তিনি শনিবার ছিলেন প্রতিপক্ষ দলের ডাগআউটে। গৌতম গম্ভীরের নেতৃত্বে ২ বার আইপিএলের সোনালি ট্রফি এসেছিল নাইট সংসারে। সেই তিনি এখন লখনউয়ের মেন্টর। গৌতমের পর কেকেআরকে আর কেউ আইপিএল ট্রফি এনে দিতে পারেননি। তাই নাইট সমর্থকদের মনে আজও রয়েছেন গৌতি। সেই ছবিই শনি-রাতে ইডেনে ফের এক বার ফুটে উঠেছিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply