প্লে অফে নেই আরসিবি, ডু’প্লেসির অরেঞ্জ ক্যাপ হতে পারে হাতছাড়া; গিল কি হবেন নয়া মালিক?


IPL 2023 : ১৬তম আইপিএলের গ্রুপ পর্ব শেষ। ৭০টি ম্যাচ শেষে প্লে অফের ৪টি দল পাওয়া গিয়েছে। এ বার প্লে অফ ও ফাইনালের পালা। তার আগে দেখে নেওয়া যাক চলতি আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের পর এ বারের অরেঞ্জ ক্যাপের তালিকা কী অবস্থায় রয়েছে।

প্লে অফে নেই আরসিবি, ডু’প্লেসির অরেঞ্জ ক্যাপ হতে পারে হাতছাড়া; গিল কি হবেন নয়া মালিক?

কলকাতা : রোমাঞ্চে ভরপুর ১৬তম আইপিএলের গ্রুপ পর্ব শেষ। দেখতে দেখতে এ বারের আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্বে ৭০টি ম্যাচ হয়েছে। পয়েন্ট টেবল থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের তালিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ অবধি ওঠানামা লেগে ছিল। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। ১৬তম আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের পর কমলা টুপির দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। এই কমলা টুপি এ বার হাতছাড়া হতে পারে ফাফের। কারণ, আরসিবি নেই প্লে অফে। আর তাঁর ঘাড়ের কাছে শ্বাস ফেলছেন গুজরাটের তরুণ ওপেনার শুভমন গিল। ফলে প্লে অফের পরই ডু’প্লেসির অরেঞ্জ ক্যাপ হবে হাতছাড়া। এখন প্রশ্ন শুভমন গিল কি হবেন এই কমলা টুপির নয়া মালিক? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন গ্রুপ পর্ব শেষে অরেঞ্জ ক্যাপের তালিকা।

এ বারের আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের নিরিখে অরেঞ্জ ক্যাপের তালিকা জেনে নিন…

১) গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। তিনি ১৬তম আইপিএলে ১৪টি ম্যাচে ৭৩০ রান করেছেন। সর্বাধিক ৮৪।

২) রবিবার সেঞ্চুরি করে কমলা টুপির দৌড়ে ২ নম্বরে উঠে এসেছেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। এখনও অবধি এ বারের আইপিএলে ১৪টি ম্যাচে খেলে তিনি করেছেন ৬৮০ রান। সর্বাধিক ১০৪*।

৩) রবিবার সেঞ্চুরি করে আরসিবির অন্যতম শক্তি বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে উঠে এসেছেন। ১৪ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ৬৩৯ রান। সর্বাধিক ১০১*।

৪) অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি আইপিএলে ১৪ ম্যাচে খেলে ৬২৫ রান করেছেন যশস্বী। সর্বাধিক ১২৪।

৫) এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন সিএসকের ওপেনার ডেভন কনওয়ে। ১৪ ম্য়াচে খেলে তিনি করেছেন ৫৮৫ রান। সর্বাধিক ৯২*। কনওয়ের সামনে সুযোগ থাকবে এই তালিকায় উন্নতি করার।

৬) অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে ছয় নম্বরে রয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ১৪ ম্যাচে ৫১৬ রান করেছেন তিনি। সর্বাধিক ৮৬।

৭) কমলা টুপির দৌড়ে ৭ নম্বরে উঠে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। এখনও অবধি আইপিএলে ১৪টি ম্যাচে খেলে ৫১১ রান করেছেন স্কাই। সর্বাধিক ১০৩*।

৮) এই তালিকায় ৮ নম্বরে রয়েছেন সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। এখনও অবধি তিনি চলতি আইপিএলের ১৪টি ম্যাচে খেলে ৫০৪ রান করেছেন। সর্বাধিক ৯২ রান। ঋতুর সামনে সুযোগ থাকবে এই তালিকায় উন্নতি করার।

৯) কমলা টুপির দৌড়ে প্রথম ১০ এ রয়েছেন কেকেআরের রিঙ্কু সিং। ১৪ ম্যাচে ৪৭৪ রান করে ৯ নম্বরে রয়েছেন রিঙ্কু। সর্বাধিক ৬৭*।

১০) কমলা টুপির তালিকায় ১০ নম্বরে রয়েছেন হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। ১২টি ম্যাচে খেলে তিনি করেছেন ৪৪৮ রান। সর্বাধিক ১০৪।

Leave a Reply