Mumbai Indians, IPL 2023 : অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়লেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ফ্যানের আবদারে তাঁর প্রতিক্রিয়া দেখে হেসে কুটোপাটি নেটপাড়া।
কলকাতা: এ দেশে রোহিত শর্মার (Rohit Sharma) অনুরাগীর সংখ্যা লক্ষ লক্ষ। জাতীয় দল ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ক্যাপ্টেন তাঁকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা পছন্দ করেন। অকাতরে সই বিলি করেন। মোবাইল তাক করলেই পোজ দেন। এসব স্বাভাবিক। তবে ২০২৩ আইপিএলে এক ফ্যানের অদ্ভুত আবদারের সম্মুখীন হলেন তিনি। ৩৬ বছরের রোহিত তাঁর ক্রিকেট কেরিয়ারে এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে মনে হয় না। ঘটনাটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০২৩ আইপিএলের (IPL 2023) লিগ পর্বে রোহিতদের শেষ ম্যাচের আগে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পর আরসিবির হারের কল্যাণে প্লে অফে উঠে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচটির আগে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেনের কাছে এক পুরুষ অনুরাগী হঠাৎই চুমু চেয়ে বসেন! এগিয়ে দেন গাল! তাতে রোহিতের প্রতিক্রিয়া দেখে হেসে খুন নেটিজেনরা। বিস্তারিত রইল TV9 Bangla Sports– র এই প্রতিবেদনে।
বিখ্যাত হওয়ার জ্বালা কম নয়। অনুরাগীদের কতশত আবদার রাখতে হয়। অটোগ্রাফ, হাসিমুখে ফোটোগ্রাফ। ফ্যানদের এই উন্মাদনাকে শ্রদ্ধা জানান বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো ক্রিকেটাররা। কিন্তু অনেক সময় অনুরাগীরা এমন কিছু কাণ্ড করে বসেন যেখানে মেজাজ ঠিক রাখা সম্ভব হয় না। চোখেমুখে বিরক্তিভাব চলে আসে নিজের থেকেই। কেউ কেউ হেনস্থার শিকারও হন। যেমন পৃথ্বী শ। সেলফি তোলা নিয়ে মাঝরাতে হেনস্থার মুখে পড়েছিলেন মুম্বইয়ের ক্রিকেটার। এক মহিলা ডিজিটাল ইনফ্লুয়েন্সারের সঙ্গে তাঁর ঝামেলা পুলিশ, আদালত পর্যন্ত গড়িয়েছে। এ বার, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন।
সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে বিমানবন্দর থেকে টিম বাসে উঠছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। রোহিত শর্মা কাছে আসতেই এক যুবক সেলফি তোলার জন্য দৌড়ে যান। তবে কাছে গিয়ে সেলফির কথা ভুলে রোহিতের কাছে চুমু চেয়ে বসলেন ওই যুবক। রোহিতের সামনে গাল পেতে দেন। গালের ডানদিকে বারবার ইশারা করে সেখানে চুমু দেওয়ার আবদার করেন। রোহিত প্রথমে চমকে যান। তাঁর প্রতিক্রিয়া ছিল দেখার মতো। এরপর ভীষণ বিরক্তবোধ করেন। মুখে কিছু না বললেও ওই ফ্যানকে সরিয়ে বাসে উঠে পড়েন মুম্বই ক্যাপ্টেন। ওই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন ভিডিয়ো-
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 20, 2023