Shubman Gill- Ruturaj Gaikwad : নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে চলেছেন তিনি! কেন না, নতুন প্রজন্ম প্রস্তুত জায়গা নিতে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হয়তো আরও অনেকেই রোহিতের পথে হাঁটবেন। ভারতের নতুন ওপেনিং জুটি হতে পারে আজকের ম্যাচের প্রতিপক্ষ দুই ওপেনার।
Image Credit source: twitter
চেন্নাই : একটা প্রজন্ম শেষের পথে, আর একটা প্রজন্ম তৈরি। ভারতীয় ক্রিকেটের তথাকথিত সাপ্লাই লাইন কোনওদিন হতাশ করেনি। ভারতীয় ক্রিকেটে অপূরণনীয় বলে হয়তো কিছু নেই। এই মুহূর্তে কারা! প্রশ্ন এবং উত্তর দুটোই সহজ। আর হয়তো এক-দুটো বছর। ভারতীয় ক্রিকেটে ফের একটা ট্রানজিশন আসতে চলেছে। আইপিএলের আগেই রোহিত শর্মা তাঁর টি-টোয়েন্টি ভবিষ্যৎ সম্পর্কে বলেছিলেন, ‘আইপিএলের পর সিদ্ধান্ত নেব’। রোহিতের এই কথাতেই যেন ইঙ্গিত রয়েছে, জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে আর তাঁকে নাই দেখা যেতে পারে। নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে চলেছেন তিনি! কেন না, নতুন প্রজন্ম প্রস্তুত জায়গা নিতে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হয়তো আরও অনেকেই রোহিতের পথে হাঁটবেন। ভারতের নতুন ওপেনিং জুটি হতে পারে আজকের ম্যাচের প্রতিপক্ষ দুই ওপেনার। শুভমন গিল এবং ঋতুরাজ গায়কোয়াড়। কেন এমনটা মনে হচ্ছে? বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
জাতীয় দলে তিন ফরম্যাটেই ভরসার আর এক নাম শুভমন গিল। সংক্ষিপ্ত কেরিয়ারে নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়েছেন শুভমন। আইপিএলেও ধারাবাহিক ভাবে তা প্রমাণ করে চলেছেন। আইপিএল দিয়ে হয়তো বিচার করা ঠিক হবে না। কিন্তু ফরম্যাট তো একই। তাহলে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় কি? পর পর দু-ম্যাচে সেঞ্চুরি করেছেন শুভমন। আসল পরীক্ষা প্লে-অফ। কারণ, এখানে ভুলের সুযোগ কম। হাই প্রেসার ম্যাচ। এমন পরিস্থিতিতে ভালো পারফর্ম করতে পারলে একটা প্লেয়ারের মানসিক কাঠিন্য আরও অনেক ভালো ভাবে পরিষ্কার হয়। ইতিমধ্যেই ১৪ ম্যাচে ৬৮০ রান করেছেন শুভমন। দুটো সেঞ্চুরি এবং চারটি অর্ধশতরানও রয়েছে। স্ট্রাইকরেট ১৫০-এর ওপর।
ঋতুরাজ গায়কোয়াড়কে অনেক আগে থেকেই পরিকল্পনায় রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চোট সমস্যায় সুযোগ সে ভাবে কাজে লাগাতে পারেননি। কিন্তু এ বারের আইপিএল যেন নতুন করে দরজা খুলে দিতে পারে তাঁর জন্য। মহেন্দ্র সিং ধোনি তাঁকে নেতৃত্বের দিক থেকেও প্রস্তুত করছেন। এ মরসুমে রানের নিরিখে হয়তো শুভমনের থেকে কিছুটা পিছিয়ে। ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৫০৪ রান করেছেন ঋতুরাজ। আইপিএল ফিরেছে হোম-অ্যাওয়ে ফরম্যাটে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ব্যাটারদের জন্য বেশ কিছুটা সমস্যার। মূলত মন্থর এবং স্পিন সহায়ক। তবে ১৩ ইনিংসের মধ্যে তিনটি অর্ধশতরানের ইনিংস হেলাফেলার নয়। দলের জয়ে অবদান রাখতে পেরেছেন ঋতুরাজ। সব দিক থেকে দেখতে গেলে, নতুন টিম ইন্ডিয়ায় শুভমনের সঙ্গে গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন ঋতুরাজ। তার কিছুটা ঝলক হয়তো আজ চিপকেই দেখা যাবে!