Emi Martinez at Mohun Bagan : শহরে এসেই প্রথম যাবেন মোহনবাগান মাঠে। ওই দিন বিকেলে মোহনবাগানে নবনির্মিত পেলে-মারাদোনা-সোবার্স নামাঙ্কিত গেটের উদ্বোধন করবেন এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া ১০ জন নতুন লাইফ মেম্বার মার্টিনেজের হাত থেকে সদস্যপদ নেবেন। ফ্লাডলাইটে মোহনবাগান মাঠে একটি প্রর্দশনী ম্যাচ হবে।
Image Credit source: OWN Photograph, Twitter
কলকাতা : এর আগে বহু কিংবদন্তি ফুটবলারের পা পড়েছে শহর কলকাতায়। এ বার সেই তালিকায় যোগ হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাঁর আসার খবর টিভি নাইন বাংলাতে আগেও প্রকাশিত হয়েছে। অবশেষে নিশ্চিত হল দিন-ক্ষণও। ৪ জুলাই শহরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। শহরে এসেই প্রথম যাবেন মোহনবাগান মাঠে। ওই দিন বিকেলে মোহনবাগানে নবনির্মিত পেলে-মারাদোনা-সোবার্স নামাঙ্কিত গেটের উদ্বোধন করবেন এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া ১০ জন নতুন লাইফ মেম্বার মার্টিনেজের হাত থেকে সদস্যপদ নেবেন। ফ্লাডলাইটে মোহনবাগান মাঠে একটি প্রর্দশনী ম্যাচ হবে। যেখানে মুখোমুখি হবে মোহনবাগান একাদশ ও পুলিশ কমিশনার একাদশ।
বিস্তারিত আসছে…