Image Credit source: TV9 Bangla Graphics
চেন্নাই : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব শেষ। এ বার আসল লড়াই। গুজরাট টাইটান্স প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল। পয়েন্ট টেবলে শীর্ষস্থানও তাদের। প্লে-অফে শীর্ষ দুইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। বাকি দুটি দল লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। যে দল জিতবে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। হারলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। দু-দলেরই লক্ষ্য থাকবে প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করার। অনেক ক্ষেত্রেই দ্বিতীয় সুযোগ ফসকাতে দেখা যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বারের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
Key Events
এখনও অবধি তিন বার মুখোমুখি হয়েছে টাইটান্স-কিংস। সব বারই জিতেছেন হার্দিকরা।
কোয়ালিফায়ারের মতো হাইপ্রেসার ম্যাচ। নজরে দু-দলের তরুণ দুই ওপেনার।
LIVE Cricket Score & Updates