১৭৩ রান করলেই ফাইনালে গুজরাট, আটকাতে পারবেন ধোনিরা?


TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Updated on: May 23, 2023 | 9:35 PM

IPL 2023 : নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান তুলল চেন্নাই সুপার কিংস। টানা দ্বিতীয় বার আইপিএলের ফাইনালে উঠতে গুজরাট টাইটান্সের প্রয়োজন ১৭৩ রান। 

GT vs CSK, Qualifier 1 : ১৭৩ রান করলেই ফাইনালে গুজরাট, আটকাতে পারবেন ধোনিরা?

Image Credit source: Twitter

চেন্নাই: গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। ম্যাচের প্রথমেই চমক। অভিজ্ঞ মহম্মদ সামির পরিবর্তে বল হাতে নামেন ২৪ বছর বয়সী অনামী দর্শন নালকন্ডে। আনকোরা ক্রিকেটারের কাঁধে বোলিংয়ের সূচনার ভার তুলে দিয়েছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বড় মঞ্চে মরসুমে নিজের প্রথম ম্যাচে বড়সড় ভুল হয়ে গেল এই তরুণ মিডিয়াম পেসারের। নালকান্ডের বল ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটের কানায় লেগে উঠে যেতেই ক্যাচ ধরেন শুভমন গিল। ঋতুরাজ তখন ২ রানে ব্যাট করছেন। নালকান্ডে হাত ছুড়ে সেলিব্রেশন সবে শুরু করেছেন, গুজরাট শিবিরেও খুশির ছোঁয়া। তখনই দেখা গেল, নো বলের সাইন দেখাচ্ছেন আম্পায়ার। রিপ্লেতে দেখা যায়, দর্শন ওভারস্টেপ করেছেন। মুহূর্তের মধ্যে উদযাপন বদলে পরিবেশ ভারী। জীবনদান পেয়ে যেন আরও জ্বলে উঠলেন ঋতুরাজ গায়কোয়াড়। দর্শনের ভুল গুজরাটের বোলারদের ভালোমতোই ভুগিয়েছে। ৪৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ঋতুরাজ। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান তুলল চেন্নাই সুপার কিংস। টানা দ্বিতীয় বার আইপিএলের ফাইনালে উঠতে গুজরাট টাইটান্সের প্রয়োজন ১৭৩ রান।

Leave a Reply