IPL 2023 Weather Update : প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ মুখোমুখি গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস (CSK vs GT)। চলতি আইপিএলে দুটি দলই শক্তিশালী পারফরম্যান্স উপহার দিয়েছে।
চেন্নাই: ২০২৩ আইপিএলে (IPL 2023) বেশ কয়েকটি ম্যাচে বাধা হয়েছে বৃষ্টি। ভেস্তে গিয়েছে ম্যাচ। গ্রুপ পর্বের শেষে আরসিবি বনাম গুজরাট টাইটান্স ম্যাচ বৃষ্টির জন্য দেরিতে শুরু হয় ম্যাচ। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্লে অফ পর্ব। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ মুখোমুখি গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস (CSK vs GT)। চলতি আইপিএলে দুটি দলই শক্তিশালী পারফরম্যান্স উপহার দিয়েছে। ২০২৩ আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছিল গুজরাট টাইটান্স। গতবারের চ্যাম্পিয়নদের হাতে এ বারও ট্রফি ওঠার জোর সম্ভাবনা। অন্যদিকে চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবার চ্যাম্পিয়ন করে আইপিএলের শেষটা স্মরণীয় করে রাখতে চান মহেন্দ্র সিং ধোনি। চিপক স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার (IPL 2023 Qualifier 1) ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে এতে সন্দেহ নেই। ফাইনালে ওঠার জন্য মরিয়া লড়াই হবে দুই দলের মধ্যে। তবে চিপকের কোয়ালিফায়ার ম্যাচটি যদি বৃষ্টিতে ভেস্তে যায়? নকআউট ম্যাচে বৃষ্টি হলে ফলাফল নির্ধারিত হবে কীভাবে? জেনে নিন বিস্তারিত TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
১৬তম আইপিএলের গ্রুপ পর্বে সিএসকে বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দুই দলের মধ্যে ১-১ করে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। প্লে অফ ম্যাচে সেসবের সুযোগ নেই। নকআউটের অর্থ হল হেরে যাওয়া দল টুর্নামেন্টের বাইরে। সেক্ষেত্রে বৃষ্টি হলে জয় বা হার কীভাবে নির্ধারিত হবে? কারণ আইপিএলের কোয়ালিফায়ার বা এলিমিনেটর ম্যাচে কোনও রিজার্ভ ডে নেই। সাধারণত ক্রিকেট ম্যাচ বৃষ্টিবিঘ্নিত হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ফলাফল নির্ধারিত হয়। সেক্ষেত্রে দুটি টিমকেই নিজের নিজের ইনিংসের কিছুটা হলেও খেলতে হবে। কিন্তু বৃষ্টির কারণে মাঠে বল যদি গড়াতেই না পারে তখন হার-জিতের নির্ণয় কীভাবে হবে?
প্রথমত, নকআউট ম্যাচে বৃষ্টি হলে অতিরিক্ত সময় রাখা হয়। সেই সময়টুকু পার হয়ে গেলেও যদি ম্যাচ শুরু না করা যায় সেক্ষেত্রে কম করে ৫-৫ ওভার খেলা হবে। তাতে ফলাফল এলে ভালো। বৃষ্টির দাপটে যদি ৫-৫ ওভার ম্যাচও না খেলা যায় তাহলে সুপার ওভার অর্থাৎ ১-১ ওভার ম্যাচ খেলা হবে। যদি দেখা যায়, বৃষ্টির কারণে ম্যাচ খেলার একেবারেই সম্ভাবনা নেই তখন পয়েন্ট টেবল এবং নেট রান রেটের হিসেবে ম্যাচের জয়ী এবং বিজিত দল ঘোষণা করা হবে। বেশি পয়েন্ট ও নেট রান রেট বেশি থাকা দলটি যে লাভবান হবে এতে সন্দেহ নেই। কোয়ালিফায়ার ১, এলিমিনেটর ও কোয়ালিফায়ার ২- প্লে অফের সবকটি ম্যাচেই এই নিয়ম থাকবে। অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে পয়েন্ট টেবলের প্রথম দল সরাসরি ফাইনালে চলে যাবে। অন্য দলটি এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। আবার এলিমিনেটর ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট টেবলের তৃতীয় স্থানাধিকারী টিম দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করবে। আবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও ভেস্তে গেলে সেক্ষেত্রে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানাধিকারী দল বা প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া টিম ফাইনালে পা রাখবে।