বিলেতে বিপ্লবের স্বপ্ন, আক্ষেপ ভুলতে বিশ্ব টেস্টে ফোকাস বিরাট-সিরাজদের


আগেই পৌঁছে গিয়েছিলেন অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুররা। রবিচন্দ্রন অশ্বিন এদিন ইংল্যান্ড রওনা দেন কোহলি, সিরাজদের সঙ্গে।

Image Credit source: Twitter

নয়াদিল্লি: আইপিএল এখন অতীত। ফোকাসে এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023)। আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্সরা। ফলে সেই ফ্র্যাঞ্চাইজির ভারতীয় ক্রিকেটাররা আগেভাগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে ওভাল রওনা দিল। আরসিবি ছিটকে যাওয়ায় কোনও কোনও ভারতীয় ক্রিকেটপ্রেমী মনে করেন, এতে শাপে বরই হয়েছে। ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগেভাগেই বিলেতে উড়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli), মহম্মদ সিরাজরা। বুধবারই লন্ডন রওনা দেন কোহলি। প্রথম দফায় ১০ জন ক্রিকেটার লন্ডন উড়ে গেলেন। কোচ রাহুল দ্রাবিড় আর সাপোর্ট স্টাফ আগেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছেন। ইংল্যান্ডে কয়েকটা প্রস্তুতি ম্যাচও খেলবেন কোহলি, সিরাজরা। বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

আগেই পৌঁছে গিয়েছিলেন অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুররা। রবিচন্দ্রন অশ্বিন এদিন ইংল্যান্ড রওনা দেন কোহলি, সিরাজদের সঙ্গে। দিল্লি ক্যাপিটালসে খেলেন অক্ষর। অশ্বিন খেলেন রাজস্থানে। শার্দূল ঠাকুর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেন। আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছে তারা। তাই আগেভাগে ইংল্যান্ড রওনা দিলেন অশ্বিনরা। এই সপ্তাহের শেষেই দলের সঙ্গে যোগ দেবেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে কাউন্টি খেলছেন তিনি। পরে দলের সঙ্গে যোগ দেবেন রোহিত শর্মা, মহম্মদ সামি, ঈশান কিশান, শুভমন গিল, কেএস ভরত, অজিঙ্ক রাহানেরা। আইপিএলের প্লে অফ এখনও শেষ হয়নি। রয়েছে ফাইনালও। দ্বিতীয় দফাতেও কয়েকজন ক্রিকেটার ইংল্যান্ড উড়ে যাবেন। আজ এলিমিনেটর রাউন্ড। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার। তারপরই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।

২০১৩ সালে শেষ বার আইসিসির কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর আইসিসির আসরে খেতাব জয় থেকে দূরেই থেকেছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণেও ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারেন বিরাটরা। এ বার কাপ আর ঠোঁটের ফারাক ঘোচাতে চান রোহিতরা। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হতে তৈরি টিম ইন্ডিয়া। কয়েক মাস আগেই দেশের মাটিতে ক্যাঙ্গারুদের পর্যুদস্ত করেছিলেন রোহিতরা। এ বার মেগা ফাইনালেও অজিদের হারাতে তৈরি ভারতীয় দল।

Leave a Reply