ষষ্ঠ ট্রফির লক্ষ্যে, আইপিএলে ছুটছে মুম্বই এক্সপ্রেস


TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Updated on: May 25, 2023 | 2:08 AM

LSG vs MI, IPL 2023 : আকাশ’ছোঁয়া এই সাফল্যে এলিমিনেটরের চ্যালেঞ্জ উতরে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স।

Mumbai Indians, IPL 2023 : ষষ্ঠ ট্রফির লক্ষ্যে, আইপিএলে ছুটছে মুম্বই এক্সপ্রেস

Image Credit source: Twitter

কলকাতা: টুর্নামেন্টের শুরুতে এক জোড়া ম্যাচে হারের ধাক্কা। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ২০২৩ আইপিএলের প্রথম জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এরপর লিগ পর্বে হার-জিতের মধ্য দিয়ে গিয়েছে মুম্বই। ধারাবাহিকতা না থাকলেও শেষমেশ প্লে অফে জায়গা করে নেয় রোহিত শর্মার দল। মুম্বইয়ের খেলা শেষ দুটি ম্যাচই ছিল মরণ বাঁচন। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিততেই হত। ক্যামেরন গ্রিনের অনবদ্য শতরানে সেদিন জয় পেয়েছিল নীল বাহিনী। সেই আত্মবিশ্বাসকে সম্বল করে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে নেমেছিলেন রোহিতরা। হারলেই ছিটকে যাওয়ার ভয়। সেই ম্যাচেও অনবদ্য রোহিতরা। ১৮২ রানের পুঁজি ছিল হাতে। আকাশ মাধওয়াল একাই ধস নামালেন। ৫ রানের বিনিময়ে ৫ উইকেট। প্লে অফের সেরা বোলিং ফিগার। আকাশ’ছোঁয়া এই সাফল্যে এলিমিনেটরের চ্যালেঞ্জ উতরে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়নদের চোখে ষষ্ঠ ট্রফি জয়ের স্বপ্ন। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার আইপিএল জয়ের রেকর্ড আরও মজবুত করার পালা। বিস্তারিত Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply