Image Credit source: Twitter
কলকাতা: ইট মারলে পাটকেল তো খেতেই হবে। কথা হচ্ছেন লখনউ সুপার জায়ান্টস পেসার নবীন উল হকের। অন্য দলের পরাজয় খুব উপভোগ করেন এই আফগান পেসার। আরসিবির হারের দিন মিষ্টি, রসালো আমে কামড় দিয়ে সেলিব্রেশন করেছিলেন। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফ থেকে ছিটকে যাওয়ার দিনে অট্টহাসির ভিডিয়ো ইনস্টা স্টোরিতে দেন। মঙ্গলবার, ২০২৩ আইপিএলের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে ধুয়ে মুছে সাফ নবীন উল হকরা। রোহিতদের কাছে ৮১ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছে সুপার জায়ান্টস। তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সুইট ম্যাঙ্গো। কম যান না মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের তরুণ ক্রিকেটাররাও। সন্দীপ ওয়ারিয়র, বিষ্ণু বিনোদরা পাকা আম টেবিলে রেখে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন। বিতর্ক ছড়াতে পারে ভেবে পরে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্টের স্ক্রিনশট ভাইরাল হতে সময় নেয়নি। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…