মুম্বই ইন্ডিয়ান্স যেন ক্রিকেটের ইউনিভার্সিটি! গ্র্যাজুয়েশন করলেই সুপারস্টার


Irfan Pathan: ষষ্ঠ আইপিএল ট্রফির লক্ষ্যে এগোচ্ছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এ বারের আইপিএলের এলিমিটেনর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৮১ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে মুম্বই। MI ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে আকাশ মাধওয়াল ও রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।

Image Credit source: IPL Website

চেন্নাই : আইপিএল বরাবরই তরুণ প্রতিভাদের সুযোগ দেয়। চলতি আইপিএলেও (IPL 2023) একাধিক ফ্র্যাঞ্চাইজির তরুণ ক্রিকেটাররা নজর কেড়েছেন। এই যেমন- কেকেআরের রিঙ্কু সিং, চেন্নাইয়ের মাতিসা পাথিরানা, মুম্বইয়ের তিলক ভার্মা ও আকাশ মাধওয়ালরা। মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) এলিমিনেটর ম্যাচে উদ্ধার করেছেন রোহিত শর্মার দলের নয়া পেস সেনসেশন আকাশ মাধওয়াল। লখনউয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেট নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন আকাশ। কোয়ালিফায়ার ২ এ মুম্বই ওঠার পর থেকে আকাশকে নিয়ে চর্চা চলছেই। ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও (Irfan Pathan) এই তালিকায় রয়েছেন। তাঁর মতে, মুম্বইকে কোয়ালিফায়ারে তোলার পুরো কৃতিত্বটাই আকাশের। একইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স দলকে এবং এই টিমের ক্যাপ্টেন রোহিত শর্মাকেও প্রশংসায় ভরিয়েছেন ইরফান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই বরাবর তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রাখে। এ বারের আইপিএলেও তেমনটা দেখা গিয়েছে। ক্রিকেটমহলে অনেকেই বলে থাকেন, মুম্বই তারকা তৈরি করে। কোয়ালিফায়ার ২ এ মুম্বই পৌঁছে যাওয়ার পর ইরফান পাঠান মুম্বই ইন্ডিয়ান্সকে ক্রিকেটের ইউনিভার্সিটির সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে মুম্বই ইন্ডিয়ান্স থেকে ‘পাস’ করার পর কোনও ক্রিকেটার জনপ্রিয়তার শিখরে উঠতে পারেন।

সম্প্রচারকারী চ্যানেলে মুম্বইয়ের রাইজিং স্টার আকাশ মাধওয়ালকে নিয়ে ইরফান বলেন, ‘এমন চাপের ম্যাচে আমরা কখনওই দেখিনি যে কোনও আনক্যাপড ক্রিকেটার এমন পারফরম্যান্স দেখাচ্ছে। শেষ দুই ম্যাচে আকাশ মাধওয়াল একাই তুলে নিয়েছিল ৯ উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সকে কোয়ালিফায়ারে পৌঁছে দেওয়ার সমস্ত কৃতিত্ব তাই ওকেই দেওয়া উচিত।’ আকাশের পাশাপাশি ইরফান মুম্বই ক্যাপ্টেন রোহিতের প্রশংসা করতে ভোলেননি। রোহিত ও মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে ইরফানের টুইট, ‘মুম্বই ফ্র্যাঞ্চাইজি যত বছরের হোক না কেন, রোহিত শর্মার নাম সবার ওপরেই থাকবে।’



Leave a Reply