আইপিএলের ইতিহাসে সেরা বোলিং স্পেলের কত নম্বরে রয়েছে আকাশের ৫/৫?


TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: May 26, 2023 | 4:16 PM

Akash Madhwal: এ বারের আইপিএলের এলিমিনেটর ম্যাচ ৫ রান খরচ করে ৫ উইকেট নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের আকাশ মাধওয়া। তাঁর ৫/৫ এই বোলিং পরিসংখ্যান ভারতীয় বোলারদের মধ্যে যুগ্মভাবে সেরা। ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে আরসিবির হয়ে খেলার সময় এই কীর্তি গড়েছিলেন। এক ঝলকে ছবিতে দেখে নিন আইপিএলের ইতিহাসে সেরা বোলিং স্পেলের কত নম্বরে রয়েছে আকাশের এই কীর্তি।

May 26, 2023 | 4:16 PM

 আলজারি জোসেফ - (১২ রানে ৬ উইকেট) মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২০১৯ সালে আলজারি জোসেফ ১২ রানে ৬টি উইকেট নিয়েছিলেন। এটি আইপিএলের ইতিহাসে সেরা বোলিং স্পেল।

আলজারি জোসেফ – (১২ রানে ৬ উইকেট) মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২০১৯ সালে আলজারি জোসেফ ১২ রানে ৬টি উইকেট নিয়েছিলেন। এটি আইপিএলের ইতিহাসে সেরা বোলিং স্পেল।

সোহেল তনভীর - (১৪ রানে ৬ উইকেট) রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের প্রথম মরসুমে সোহেল তনভীর চেন্নাইয়ের বিরুদ্ধএ ১৪ রানে ৬টি উইকেট নিয়েছিলেন।

সোহেল তনভীর – (১৪ রানে ৬ উইকেট) রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের প্রথম মরসুমে সোহেল তনভীর চেন্নাইয়ের বিরুদ্ধএ ১৪ রানে ৬টি উইকেট নিয়েছিলেন।

অ্যাডাম জাম্পা - (১৯ রানে ৬ উইকেট) - রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাডাম জাম্পা ১৯ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়েছিলেন।

অ্যাডাম জাম্পা – (১৯ রানে ৬ উইকেট) – রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাডাম জাম্পা ১৯ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়েছিলেন।

অনিল কুম্বলে - (৫ রানে ৫ উইকেট) আরসিবির হয়ে আইপিএলে খেলার সময় ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। ভারতীয় বোলারদের মধ্যে এটি ছিল আইপিএলের সেরা স্পেল।

অনিল কুম্বলে – (৫ রানে ৫ উইকেট) আরসিবির হয়ে আইপিএলে খেলার সময় ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। ভারতীয় বোলারদের মধ্যে এটি ছিল আইপিএলের সেরা স্পেল।

আকাশ মাধওয়াল - (৫ রানে ৫ উইকেট) চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের আকাশ মাধওয়াল অনিল কুম্বলেকে স্পর্শ করে ফেলেছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এ বারের আইপিএলের এলিমিনেটর ম্যাচে ৫ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়েছিলেন। এটি আইপিএলে কোনও আনক্যাপড বোলারের সেরা বোলিং স্পেল।

আকাশ মাধওয়াল – (৫ রানে ৫ উইকেট) চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের আকাশ মাধওয়াল অনিল কুম্বলেকে স্পর্শ করে ফেলেছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এ বারের আইপিএলের এলিমিনেটর ম্যাচে ৫ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়েছিলেন। এটি আইপিএলে কোনও আনক্যাপড বোলারের সেরা বোলিং স্পেল।

জসপ্রীত বুমরা - (১০ রানে ৫ উইকেট) মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কেকেআরের বিরুদ্ধে ২০২২ সালে বুমরা ১০ রানের বিনিময়ে ৫ টি উইকেট নিয়েছিলেন।

জসপ্রীত বুমরা – (১০ রানে ৫ উইকেট) মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কেকেআরের বিরুদ্ধে ২০২২ সালে বুমরা ১০ রানের বিনিময়ে ৫ টি উইকেট নিয়েছিলেন।

ইশান্ত শর্মা - (১২ রানে ৫ উইকেট) ২০১১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইশান্ত শর্মা কোচি টাস্কার্স কেরালার বিরুদ্ধে ১২ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন।

ইশান্ত শর্মা – (১২ রানে ৫ উইকেট) ২০১১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইশান্ত শর্মা কোচি টাস্কার্স কেরালার বিরুদ্ধে ১২ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন।

লাসিথ মালিঙ্গা - (১৩ রানে ৫ উইকেট) মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৩ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গারও।

লাসিথ মালিঙ্গা – (১৩ রানে ৫ উইকেট) মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৩ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গারও।

অঙ্কিত রাজপুত - (১৪ রানে ৫ উইকেট) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পঞ্জাব কিংসের হয়ে অঙ্কিত রাজপুত ১৪ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন।

অঙ্কিত রাজপুত – (১৪ রানে ৫ উইকেট) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পঞ্জাব কিংসের হয়ে অঙ্কিত রাজপুত ১৪ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন।

মার্ক উড - (১৪ রানে ৫ উইকেট) চলতি মরসুমে লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন। এটিও আইপিএলের ইতিহাসে সেরা স্পেলের একটি।

মার্ক উড – (১৪ রানে ৫ উইকেট) চলতি মরসুমে লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন। এটিও আইপিএলের ইতিহাসে সেরা স্পেলের একটি।


Most Read Stories

Leave a Reply