তিনটে ছয়েই উপলব্ধি! সেঞ্চুরি প্রসঙ্গে যা বলছেন শুভমন…


Gujarat Titans vs Mumbai Indians Post Match : গুজরাট টাইটান্সের পাশাপাশি পুরো দেশ এখন তাঁকে নিয়ে স্বপ্ন দেখছে। বিরাট কোহলি পরবর্তী তারকা যে তিনিই! শুভমন বলছেন, ‘এক বার মাঠে নামলে এত কিছু মাথায় থাকে না। আর বলতে পারি, এখনও অবধি আইপিএলে এটাই আমার সেরা ইনিংস’।

ক্রিকেট যতটা সুন্দর, ততটাই যেন নিষ্ঠুর। অন্তত মুম্বই ইন্ডিয়ান্স শিবির খুব ভালো ভাবেই তা উপলব্ধি করতে পারছে। গ্রুপ লিগে শেষ ম্যাচ জিতেও প্লে-অফ নিশ্চিত ছিল না মুম্বইয়ের। গত রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে আরসিবির হারে প্লে-অফ নিশ্চিত হয় রোহিতদের। আরসিবির বিরুদ্ধে শতরানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শুভমন। সেই তরুণ ওপেনারই ফাইনালের দৌড় থেকে ছিটকে দিল মুম্বই ইন্ডিয়ান্সকে। টানা দ্বিতীয় বার ফাইনালে গুজরাট টাইটান্স। শুভমন গিলের ৬০ বলে ১২৯ রানের বিধ্বংসী ইনিংস, মহম্মদ সামির পাওয়ার প্লে-তে জোড়া উইকেট, মোহিত শর্মার বল হাতে ‘ফিনিশিং’ টাচ। তবে আকর্ষণের কেন্দ্রে শুভমনই। এ বারের আইপিএলে তৃতীয় শতরান। এখনও ফাইনাল বাকি! তাঁর ইনিংসকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলেই। শুভমন নিজে কী বলছেন! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টিম ডেভিড কঠিন সুযোগ পেয়েছিলেন শুভমনকে ফেরানোর। মিড অনে ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচের চেষ্টা করলেও হাতে বল আটকাল না। ৩০ রানে শুভমনের ক্যাচ মিস। সেই টিম ডেভিডের ক্যাচে শুভমন ফিরলেন ১২৯ রানে। কীভাবে সাজালেন এই ইনিংস! শুভমন বলেন, ‘প্রতিটা বল ধরে এগোচ্ছিলাম। পরিস্থিতি বোঝা খুব গুরুত্বপূর্ণ। এক ওভারে তিনটে ছয় মারার পরই উলব্ধি করি, দিনটা আমার ছিল। পিচে ব্যাটারদের জন্য সুবিধা ছিল, আমি শুধু সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি।’

শুভমনের ইনিংসে ৭টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারি। ছয় মারার দক্ষতা প্রসঙ্গে বলেন, ‘এই সিদ্ধান্ত গুলো আগে থেকে হয় না। নিজের খেলাকে অন্য স্তরে নিতে চেয়েছিলাম। নিজের ওপর বিশ্বাস রাখা খুব জরুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করার পর আত্মবিশ্বাস ধরে রাখাটা আরও বেশি প্রয়োজন ছিল। সাফল্য অনেক কিছুর মিশ্রণে তৈরি। ২০২১ সালে চোটে দীর্ঘ সময় বাইরে ছিলাম। সে সময় ব্যাটিং নিয়ে কাজ করেছি। টেকনিক্যালি কিছু পরিবর্তন এনেছি।’

কিন্তু প্রত্যাশাপূরণ! গুজরাট টাইটান্সের পাশাপাশি পুরো দেশ এখন তাঁকে নিয়ে স্বপ্ন দেখছে। বিরাট কোহলি পরবর্তী তারকা যে তিনিই! শুভমন বলছেন, ‘এক বার মাঠে নামলে এত কিছু মাথায় থাকে না। আর বলতে পারি, এখনও অবধি আইপিএলে এটাই আমার সেরা ইনিংস’।

Leave a Reply