টিভির পর্দায় আইপিএল ফাইনাল দেখে সন্তুষ্ট থাকতে হবে কিং খানের টিমের সদস্যদের। তবে ব্যতিক্রম শুধু একজন। দলের বিদায়ের পরও কাজ শেষ হচ্ছে না নাইট ব্যাটারের।
Image Credit source: Twitter
কলকাতা: ২০২৩ আইপিএলের প্লে অফে জায়গা করে নিতে পারেনি কেকেআর (KKR)। ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলেছে নাইটরা। কেকেআরের টিম সদস্যরা ইতিমধ্যেই নাইটদের ক্যাম্প ছেড়েছেন। তিলোত্তমা ছেড়ে ক্রিকেটাররা দেশে ফিরে গিয়েছেন। টিভির পর্দায় আইপিএল ফাইনাল দেখে সন্তুষ্ট থাকতে হবে কিং খানের টিমের সদস্যদের। তবে ব্যতিক্রম শুধু একজন। দলের বিদায়ের পরও কাজ শেষ হচ্ছে না নাইট ব্যাটার ভেঙ্কটেশ আইয়ারের। এ বারের আইপিএলে (IPL 2023) এখনও পর্যন্ত যে কয়েকজন শতরান করেছেন তাঁদের মধ্যে অন্যতম ভেঙ্কটেশ। গত ১৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫১ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন আইয়ার। আইপিএলে তাঁর প্রথম সেঞ্চুরি এবং কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে দ্বিতীয় সেঞ্চুরি। ব্রেন্ডন ম্যাকালামের পর ১৫ বছর পর কোনও নাইট ব্যাটার শতরান হাঁকিয়েছেন। যাই হোক, কেকেআর দলের তারকা ব্যাটার আজকের দ্বিতীয় কোয়ালিফায়ার ও আইপিএল ফাইনালে থাকছেন। কীভাবে? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচে থাকলেও ভেঙ্কির ভূমিকা বদলে যাচ্ছে। মাঠে ব্যাট হাতে নয়, স্টুডিওতে মাইক হাতে বসবেন তিনি। স্টার স্পোর্টসের তামিল কমেন্ট্রি প্যানেলে যোগ দিয়েছেন ভেঙ্কটেশ। বিশেষজ্ঞ প্যানেলে বসে বাকি দুটি ম্যাচের বিশ্লেষণ করবেন তিনি। আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার দলের পারফরম্যান্স নিয়ে কাঁটাছেঁড়া করবেন। এমন ভূমিকায় প্রথম বার দেখা যাবে মধ্যপ্রদেশের ক্রিকেটারকে। মধ্যপ্রদেশের গয়ে ২০১৫ সালে প্রথম লিস্ট এ ম্যাচ খেলেছিলেন। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ২০২১ সাল থেকে। জাতীয় দলের হয়ে ২০২২ সালে ওডিআই এবং ২০২১ সালে টি-২০ ফরম্যাটে ডেবিউ হয় তাঁর।
এ বারের আইপিএলে প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, তা ঠিক হবে আজ। গুজরাট টাইটান্স প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল। পয়েন্ট টেবলেও শীর্ষস্থানে ছিল। যদিও কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হার। তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। তেমনই এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ গুজরাট টাইন্সের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। যে দল হারবে, তাদের বিদায়। জিতলে মেগা ফাইনাল।