‘বড় ম্যাচে কীভাবে জিততে হয় ধোনি ভালোভাবেই জানে’, মাহির প্রশংসায় পঞ্চমুখ সৌরভ


Sourav Ganguly on MS Dhoni: সৌরভের দল এ বার ভালো পারফর্ম করতে পারেননি ঠিক, কিন্তু তিনি এ বারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্সে মুগ্ধ। মাহির ক্যাপ্টেন্সি থেকে শুরু করে তরুণ ক্রিকেটারদের ঠিকমতো ম্যাচে ব্যবহার করা নজর কেড়েছে মহারাজের। তাই ধোনিকে প্রশংসায় ভরিয়েছেন সৌরভ।

IPL 2023: ‘বড় ম্যাচে কীভাবে জিততে হয় ধোনি ভালোভাবেই জানে’, মাহির প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

Image Credit source: Twitter

কলকাতা : দীর্ঘদিন পর এ বারের আইপিএলে (IPL 2023) দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেটর দায়িত্বে ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে এ বারের আইপিএল যাত্রা দিল্লির জন্য মোটেও ভালো হয়নি। টানা ৫ ম্যাচে হারার পর একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছিল ডেভিড ওয়ার্নারের দিল্লি। পুরো মরসুম জুড়ে মাত্র ৫টি ম্যাচে ঋষভ পন্থহীন দিল্লি। বাকি ৯টি ম্যাচে হারের মুখ দেখতে হয় সৌরভের দিল্লিকে। প্লে অফে ওঠার দৌড় থেকে সবচেয়ে প্রথমে ছিটকে গিয়েছিল দিল্লি। এ বারের মরসুমটা পয়েন্ট টেবলের ৯ নম্বরে থেকে শেষ করেছে দিল্লি ক্যাপিটালস। তাঁর দল এ বার ভালো পারফর্ম করতে পারেননি ঠিক, কিন্তু তিনি এ বারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পারফরম্যান্সে মুগ্ধ। মাহির ক্যাপ্টেন্সি থেকে শুরু করে তরুণ ক্রিকেটারদের ঠিকমতো ম্যাচে ব্যবহার করা নজর কেড়েছে মহারাজের। তাই ধোনিকে প্রশংসায় ভরিয়েছেন সৌরভ। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

৪১ বছর বয়সেও ধোনির মগজাস্ত্র আগের মতোই তীক্ষ্ণ। যার ফলে একাধিক ম্যাচে ছাপ পড়ে মাহির মাস্টার মাইন্ডের। এ বারের আইপিএলে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছেছে চেন্নাই সুপার কিংস। হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ১৫ রানে হারিয়ে দশম আইপিএল ফাইনালে উঠেছে চেন্নাই। ধোনির মাস্টার-মাইন্ডের কাছে প্রথম কোয়ালিফায়ারে জিততে পারেনি গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। এক সাক্ষাৎকারে সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘চেন্নাই সুপার কিংস ও মহেন্দ্র সিং ধোনি অসাধারণ। বড় ম্যাচে কীভাবে জিততে হয় তা ওরা দেখিয়েছে। ধোনি খুব বড় মাপের অধিনায়ক। ও যে ভাবে দলকে চালনা করে, সেটা বাকিদের থেকে আলাদা। ও দেখিয়েছে বড় ম্যাচ কীভাবে জিততে হয়।’

১৬তম আইপিএলে মহেন্দ্র সিং ধোনিতে যেমন মুগ্ধ মহারাজ, তেমনই বেশ কয়েকজন তরুণ প্লেয়ারকে নিয়েও তিনি উচ্ছ্বসিত। সৌরভ বলেন, ‘রিঙ্কু সিং ভালো খেলেছে, ধ্রুব জুরেল ভালো খেলেছে এবং যশস্বী জয়সওয়ালও ভালো খেলেছে। পঞ্জাব কিংসের হয়ে জীতেশ শর্মা ভালো খেলেছে। সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাও ভালো খেলেছে। আইপিএলের মতো এত বড় টুর্নামেন্টে এরা সকলেই দারুণ পারফর্ম করেছে।’

Leave a Reply