IPL 2023 : আমেদাবাদে এ বারের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফিয়ারে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬০ বলে ১২৯ রানের দুরন্ত ইনিংস খেলেছেন শুভমন গিল (Shubman Gill)। এ বার আইপিএলের ফাইনালে ধোনির সিএসকের বিরুদ্ধে খেলবে গুজরাট। মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর গিলকে দেখা গিয়েছিল সচিন তেন্ডুলকরের সঙ্গে কথা বলতে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Image Credit source: Twitter
আমেদাবাদ : সবকা দিল জিত লিয়া গিল… মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাটের তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill) সেঞ্চুরি হাঁকানোর পর থেকেই সকলের মুখে এই একটাই কথা। আমেদাবাদের হাউসফুল গ্যালারি সাক্ষী থেকেছে গিলের অবিশ্বাস্য ইনিংসের। প্রতিপক্ষ দলের ক্রিকেটাররাও শুভমনের শতরানের ইনিংসে মুগ্ধ। একাধির রেকর্ড গড়ে সেঞ্চুরি করে শুক্রবার রাতে অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন শুভমন। এক মরসুমে গিলের দখলে ৮০০-র বেশি রান। এ বারের আইপিএলে এখনও অবধি ১৬টি ম্যাচে তাঁর সংগ্রহ ৮৫১ রান। আমেদাবাদে মুম্বইয়ের বিরুদ্ধে গিলের শতরানের মুহূর্ত এখনও সকল ক্রিকেট প্রেমীর মনে টাটকা। গিলের ওই ইনিংসের পর থেকে তাঁকে ‘প্রিন্স অব ক্রিকেট’ বলা হচ্ছে। গুজরাট বনাম মুম্বইয়ের (GT vs MI) দ্বিতীয় কোয়ালিফায়ারের পর সোশ্যাল মিডিয়ায় সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে শুভমন গিলের একটি ছবি ভাইরাল। যা দেখে নেটিজ়েনরা বলতে শুরু করেছেন, ‘এ তো পারিবারিক ব্যাপার’। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসলে আমেদাবাদে শুক্রবার গুজরাট টাইটান্সের ইনিংসের পর মুম্বইয়ের ডাগআউটে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে কথা বলছিলেন শুভমন গিল। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। যেখানে দেখা যায় হাত তুলে কিছু একটা শুভমনকে বোঝাচ্ছেন মাস্টার ব্লাস্টার। আর গিল তাঁর কথা মন দিয়ে শুনছেন। এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Shubman Gill with Sachin Tendulkar. pic.twitter.com/Tk5Y2aImE4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 26, 2023
শুভমন হয়তো ফাইনালের আগে সচিনের মতো কিংবদন্তির থেকে কিছু টিপস নিচ্ছিলেন। তাঁদের মধ্যে যা কথাই হোক না কেন, ওই ছবি দেখে নেটিজ়েনরা মজার মজার মিম করতে ছাড়েননি।