GT vs MI, IPL 2023 : গোদের উপর বিষফোঁড়ার মতো দলের তারকা ব্যাটার ঈশান কিষাণ চোটের কবলে পড়েছেন। মুম্বই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রয়েছে ঝাড়খণ্ডের কিপার ব্যাটার।
Image Credit source: Twitter
আমেদাবাদ: চিন্তা বাড়ালেন ঈশান কিষাণ (Ishan Kishan)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2023) আগে ভারতীয় দলকে চিন্তায় ফেলে দিলেন তিনি। লোকেশ রাহুলের পরিবর্তে উইকেটকিপার ব্যাটার হিসেবে ঈশান কিষাণের নাম ঘোষণা করেছে বিসিসিআই। কিন্তু ঈশান কি আদৌ খেলতে পারবেন? ২০২৩ আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। ম্যাচটি ৬২ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছে মুম্বই (Mumbai Indians)। গোদের উপর বিষফোঁড়ার মতো দলের তারকা ব্যাটার ঈশান কিষাণ চোটের কবলে পড়েছেন। মুম্বই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রয়েছে ঝাড়খণ্ডের কিপার ব্যাটার। আইপিএল (IPL 2023) খেলতে গিয়েই চোট পেয়ে ছিটকে যান কেএল রাহুল। WTC ফাইনালের তাহলে কি আরও একবার চোটের ধাক্কা খেতে যাচ্ছে টিম ইন্ডিয়া? বিস্তারিত TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
ঘটনাটি গুজরাট টাইটান্সের ইনিংসের ১৬তম ওভারের। সতীর্থ ক্রিস জর্ডন হাঁটতে হাঁটতে তাঁর টুপি পরছিলেন। তিনি লক্ষ্য করেননি যে ঈশান তাঁর পাশে দাঁড়িয়ে আছে। জর্ডনের কনুই ঈশানের বাঁ দিকে চোখের জোরে আঘাত করে। যন্ত্রণায় কঁকিয়ে ওঠেন ঈশান। পরে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। সেইসময় দেখা যায় কপালের বাঁদিকের চোখ ডহাতে করে ঢেকে রেখেছেন তিনি। কনকাশন সাবস্টিটিউট হিসেবে নামেন বিষ্ণু বিনোদ। শেষ চার ওভার তাঁর পরিবর্তে কিপিং করেন বিষ্ণু বিনোদ। ঈশানের চোট নিয়ে কোনও আপডেট না এলেও, চোট যে ভীষণ গুরুতর তা বোঝা গিয়েছে। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেননি ঈশান। তাঁর পরিবর্তে নেহাল ওয়াধেরা নেমেই ব্যর্থ হন। পরে মুম্বইয়ের ইনিংসে আর মাঠে নামতে দেখা যায়নি ঈশানকে।
লোকেশ রাহুল চোট পাওয়ায় ঈশান কিষাণকে নিয়ে লন্ডনে যাওয়ার প্ল্যান করে করে বিসিসিআই। ঋদ্ধিমান সাহাকে সুযোগ দেওয়ার দাবি উঠলেও শেমেষ ঈশানের নাম ঘোষণা করে বিসিসিআই। এখানেও বিপত্তি। চোট আঘাত পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। আইপিএল খেলতে গিয়ে এ বার গুরুতর চোট পেলেন ঈশান। তিনিও চোট পেয়ে ছিটকে গেলে জাতীয় দলে কি এন্ট্রি হতে পারে ঋদ্ধিমান সাহার? সময়ই বলবে। আপাতত ঈশানের চোট কতটা গুরুতর তা জানায় অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।