IPL Final Reserve Day : আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টিতে ধুয়ে গেল আইপিএল ফাইনাল। বাড়ল একদিনের অপেক্ষা। সোমবার রিজার্ভ ডে-তে হবে এ বারের আইপিএল ফাইনাল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথম বার রিজার্ভ ডে-তে হবে ফাইনাল।
Image Credit source: IPL Website
‘বিন বুলায়ে মেহমান’! আর সেই অতিথি যদি তাণ্ডব চালায়, তা হলে আর কী করা যাবে! মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) অবসর নেবেন কিনা, হার্দিক পান্ডিয়া ‘ক্যাপ্টেন কুল’ হবেন কিনা, চেন্নাই ৫ বার চ্যাম্পিয়ন হবে কিনা, পরপর দু’বার গুজরাট আইপিএল (IPL) দখলে নেবে কিনা— এই একগুচ্ছ প্রশ্নের উত্তর খোঁজার জন্য রবিবার বিকেল থেকে আমেদাবাদে চোখ রেখেছিল পুরো দেশ। সে সব মুলতুবি রেখে রবিবার চ্যাম্পিয়ন বৃষ্টি। তাই সোমবার আবার আইপিএল ফাইনাল (IPL Final)। প্রায় সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ আমেদাবাদে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। ধোনি-হার্দিক দ্বৈরথ দেখতে আসা দর্শকরা হতাশ হয়ে যান। সকলের মনে ঘুরঘুর করতে থাকে একটাই প্রশ্ন, কখন থামবে বৃষ্টি? কোথায় কী? বৃষ্টির মন-মর্জিতে আইপিএল ফাইনাল ধুয়ে গেল। অবশ্য এতে আকর্ষণ কমছে না। কথায় বলে অপেক্ষা আগ্রহ বাড়ায়। ষোড়শী আইপিএলের ফাইনাল সোমবারও যে তুমুল সুগন্ধী ছড়াবে, সন্দেহ কি!
বিস্তারিত আসছে…