GT vs CSK, IPL 2023 Final: চলতি আইপিএলে আজ মেগা ম্যাচ। একদিকে গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। অন্যদিকে আইপিএলের চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। গুজরাট বনাম চেন্নাইয়ের ফাইনাল ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।
Image Credit source: IPL Twitter
আমেদাবাদ : ধুমধাম করে গ্রুপ পর্ব, প্লে অফ হওয়ার পর এ বার ১৬তম আইপিএলের (IPL 2023) ফাইনালের পালা। আজ রবিবার টুর্নামেন্টের মেগা ফাইনাল। রবি-রাতে আমেদাবাদে এ বারের আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। এ বারের আইপিএলের ফাইনালের টিকিট পাওয়া প্রথম দল চেন্নাই সুপার কিংস। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল চেন্নাই। কিন্তু গুজরাটের আইপিএল স্বপ্নভঙ্গ হয়নি। দ্বিতীয় কোয়ালিফায়ারে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দ্বিতীয় ফাইনালিস্ট হয় গুজরাট। এই নিয়ে টানা দ্বিতীয় বার আইপিএল ফাইনালে উঠল গুজরাট। অন্যদিকে সিএসকে ৪ বারের আইপিএল চ্যাম্পিয়ন। একটা দল দ্বিতীয় ট্রফির লক্ষ্যে নামবে আর একটা পঞ্চম। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। চেন্নাই ও গুজরাট এই ২ দলই দুরন্ত ছন্দে রয়েছে। এ বার দেখার আজ ফাইনালে বাজিমাত করে কারা। চেন্নাই বনাম গুজরাটের এই ফাইনাল ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ রবিবার আইপিএলের ফাইনাল ম্যাচে মুখোমুখি চেন্নাই ও গুজরাট। এই ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —
১) মহেন্দ্র সিং ধোনি – আজ, ১১তম আইপিএল ফাইনাল খেলতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। একইসঙ্গে এটি মাহির আইপিএল কেরিয়ারের ২৫০তম ম্যাচ। আইপিএলে ৩৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য মহেন্দ্র সিং ধোনির ব্যাটে আর প্রয়োজন ১টি চার। এই লিগের ফাইনালে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী হওয়ার জন্য ধোনির প্রয়োজন ৭০ রান।
২) রবীন্দ্র জাডেজা – আইপিএলে ছক্কার সেঞ্চুরির মাইলস্টোন স্পর্শ করার জন্য রবীন্দ্র জাডেজার প্রয়োজন আর ২টি ছয়। পাশাপাশি আইপিএলে ২০০টি চারের রেকর্ড পূর্ণ করতে হলে জাডেজাকে এখনও ৮টি চার মারতে হবে।
৩) অম্বাতি রায়ডু – টি-২০ ক্রিকেটে ৫০০টি চারের রেকর্ড পূর্ণ করতে হলে অম্বাতি রায়ডুকে আর ৪টি চার মারতে হবে।
৪) অজিঙ্ক রাহানে – টি-২০ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য অজিঙ্ক রাহানের চাই ৬১ রান। আইপিএলে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করার জন্য রাহানের চাই আর ৬টি ছয়।
৫) দীপক চাহার – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড থেকে ১টি উইকেট দূরে রয়েছেন দীপক চাহার।
৬) ডেভন কনওয়ে – আইপিএলে চারের সেঞ্চুরি পূর্ণ করার জন্য ডেভন কনওয়েকে আজ ৫টি বাউন্ডারি মারতে হবে।
৭) শুভমন গিল – গুজরাট টাইটান্সের হয়ে ৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করা থেকে ৬টি ছয় দূরে রয়েছেন শুভমন গিল। আইপিএলের ইতিহাসে ৯০০ রান করা দ্বিতীয় ক্রিকেটার হওয়ার জন্য শুভমন গিলের প্রয়োজন আর ৪৯ রান। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার হতে গেলে গিলকে আজ ১২৩ রান করতে হবে।
৮) হার্দিক পান্ডিয়া – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁতে হলে হার্দিকের প্রয়োজন আর ২টি উইকেট।
৯) মহম্মদ সামি – গুজরাট টাইটান্সের হয়ে ৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করার জন্য মহম্মদ সামির প্রয়োজন ২টি উইকেট।
১০) আলজারি জোসেফ – টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার জন্য চাই আর ১টি উইকেট।
১১) মোহিত শর্মা – আইপিএল কেরিয়ারের ১০০তম ম্যাচে নামতে চলেছেন মোহিত শর্মা। টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মাইলস্টোন থেকে ৩টি উইকেট দূরে রয়েছেন মোহিত।
১২) রশিদ খান – গুজরাট টাইটান্সের হয়ে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য রশিদ খানের প্রয়োজন আর ৪টি উইকেট।